আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের রোগ মুক্তি কামনায় নোয়াখালী জেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদে জেলা আওয়ামী লীগ সভাপতি খায়রুল আনম সেলিম, যুগ্ম সম্পাদক মাওলা জিয়াউল হক লিটন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি শিহাব উদ্দিন শাহিন, জেলা যুবলীগ আহ্বায়ক ইমন ভট্টসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা ওবায়দুল কাদেরের দ্রুত রোগ মুক্তি কামনা করে দোয়ায় অংশ নেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার