ফরিদপুর শহরতলীর পূর্বগঙ্গাবর্দী নামক স্থানে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুই জন।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে শহরতলীর পূর্বগঙ্গাবর্দী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত দু'জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে ট্রাক চালকের পরিচয় পাওয়া গেছে। নিহত ট্রাক চালকে নাম নুর ইসলাম। ইসলামের বাড়ি মাগুরা জেলায়। অপর নিহত ও আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
এ বিষয়ে করিমপুর হাইওয়ে পুলিশ জানায়, ভোরে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মাগুড়াগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের ড্রাইভার ও হেলপার নিহত হয়েছেন। দুর্ঘটনার পর কয়েক ঘণ্টার জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি সরিয়ে নিলে পুনরায় মাহসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন