অসহায়-সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ঈদের হাসি ফোটাতে ইউটিউব চ্যানেল ও সামাজিক সংগঠন 'White Black'র উদ্যোগে অসহায় শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
‘আমরা খুব ভালোবাসি, অসহায়দের মিষ্টি হাসি’ ব্রতকে বুকে লালন করে নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিশনন্দীর মেঘনাপাড় উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার গোপালদী ও বিশনন্দীর ২৬ জন শিশুকে নতুন জামা ও খাদ্য সামগ্রী দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন