সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ আইনশৃঙ্খলা সভা করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শকিব আল রাব্বির সভাপতিত্বে শনিবার দুপুরে নলডাঙ্গার শহীদ নজমুল হক সরকারি কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিমসহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় নির্বাচনী আচরণবিধি মেনে চলাসহ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কঠোর প্রশাসনিক নজরদারির সিদ্ধান্ত নেয় হয়। আগামি ১৮ জুন অনুষ্ঠিত হবে নাটোরের সর্বশেষ এ উপজেলার নির্বাচন। এখানে বিএনপি-আওয়ামী লীগসহ চেয়ারম্যান পদে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম