বরিশালের বানারীপাড়া উপজেলায় সন্ধ্যা নদীর বাইশারী খালের মুখে থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর হতে পারে। শনিবার রাত ১০ টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।
বানারীপাড়া থানা পুলিশ জানায়, সন্ধ্যা নদীর বাইশারী খালের মুখে মৃতদহটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। রবিবার সকালে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার