মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা, পাটুরিয়াসহ বিভিন্ন এলাকার দুস্থ-শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছেন। গতকাল রাতে প্রচন্ড শীত উপেক্ষা করে মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম এসব কম্বল বিতরণ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা (শিবালয় সার্কেল), হোসাইন মোহাম্মদ রায়হান (সদর) বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার হামিদুর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।
পুলিশ সুপার জানান, শীতার্তদের মাঝে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ