দৈনিক বাংলাদেশ প্রতিদিনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও মাছরাঙ্গা টেলিভিশনের চৌধুরী মাসুদ আলী ফরহাদ সাধারণ সম্পাদক (২০২১-২০২২) নির্বাচিত হয়েছেন।
এছাড়াও ২০২০-২১ সালের কমিটির সভাপতি দৈনিক স্বদেশ বার্তা সম্পাদক ইসমাইল হোসেন ও আরটিভির জেলা প্রতিনিধি সায়েদুজ্জামান জাহির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলায়তনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মাধ্যমে প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই সেশনের কমিটি ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার হবিগঞ্জ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে নির্বাচনে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও প্রেসক্লাবের আজীবন সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।
এর আগে প্রেসক্লাবের বিদায়ী সভাপতি হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকনের পরিচালনায় প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল