নতুন বছরে নতুন বই, আর নতুই বই নিয়ে বুধবার বগুড়ায় অনুষ্ঠিত হবে ‘‘বই উৎসব”। এ বছর জেলায় ৭১ লাখ ৮৮ হাজার ৬ টি নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হবে এবং এজন্য সার্বিক প্রস্তুতি নিয়েছে জেলা শিক্ষা কর্মকর্তারা।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর অধীনে ২০২০ সালের জন্য বগুড়া জেলার সদরসহ ১১ উপজেলায় ৭১ লাখ ৮৮ হাজার ৬ কপি বিনামূল্যে পাঠ্য বই বরাদ্দ দেয়। এর মধ্যে জেলার সবগুলো উপজেলার অনুকূলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ২০ লাখ ৩৫ হাজার ৬’শ ২০ কপি, মাধ্যমিক শিক্ষায় ৩৪ লাখ ৯৫ হাজার ৫৭ কপি, দাখিল মাদ্রাসা শিক্ষায় ৯ লাখ ৪৬ হাজার ৭’শ ১৪ কপি, এবতেদায়ী শাখায় ৬ লাখ ৪৬ হাজার ৮’শ ৬৮ কপি। এছাড়াও মাধ্যমিকের ভোকেশনাল শাখার জন্য ১ লাখ ৭’শ ৯০ কপি, দাখিল ভোকেশনাল ১ হাজার ৬’শ ৯০ কপি, ভোকেশনাল ট্রেড শাখায় ৩৩ হাজার ৪’শ ৭২ কপি এ্বং ইংলিশ মিডিয়াম শাখার জন্য ১৩ হাজার ২৯৫ কপি।
বগুড়া জেলার দুটো পৃথক শিক্ষা অফিস সুত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, নতুন বছরের জন্য প্রাথমিক, মাধ্যমিক, দাখিল ও এবতেদায়ী শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে প্রথম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ৭১ লাখ ৮৮ হাজার ৬ কপি বিনামূল্যে পাঠ্য বই বরাদ্দের ভিত্তিতে বিতরণের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
বগুড়া জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হজরত আলী জানান, সরকারিভাবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রদেয় জেলার সকল উপজেলার চাহিদার ভিত্তিতে নতুন বই সংশ্লিষ্ট শিক্ষা অফিসগুলোর কর্মকর্তার কাছে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল