নাটোরে মঙ্গলবার বিকেলে রাজশাহী বিভাগীয় জাতীয় কৃষক খেতমুজুর সমিতির মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ওয়ার্কাস পাটির পলিট ব্যুরো সদস্য কমরেড ফজলে হোসেন বাদশা এমপি।
সিংড়া উপজেলার সাবেক চেয়ারম্যান কমরেড মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কমরেড আমিনুল ইসলাম গোলাপ ও কমরেড জাকির হোসেন রাজু। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের বগুড়া জেলা সভাপতি আব্দুর রউফ, নারী মুক্তি সংসদের সভানেত্রী আফরোজা ও নাটোরের নেতা আব্দুল করিম ও মিজানুর রহমান, আনোয়ারুল হক বাবলু, আদিবাসী নেতা রবিন সরেন, ইব্রাহিম খলিল, কয়েস উদ্দিন ও আব্দুল করিম প্রমুখ।
বক্তারা বলেন, এখনো সরকার কৃষকের ধান পাট আখের ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারেনি, চিনিকলগুলো রক্ষায় কার্যকরী ব্যবস্থা নিতে পারছে না। বিদ্যুৎ বিভাগে অনেক অনিয়ম, ঘুষ, দুনীতি রয়েছে সেগুলো না দেখে বার বার শুধু বিদ্যুতের বিল বাড়িয়ে সাধারণ কৃষকদের কষ্ট দেয়া হচ্ছে। ৬০ বছর বয়স পার হলে কৃষক খেতমুজুরদের পেনশন চালু করার দাবি জানানো হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম