নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, দুর্নাম কুড়ানোর মত কোন নির্বাচন আমি চাই না। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা অতি উৎসাহী হয়ে বা স্বপ্রনোদিত হয়ে কোন বিতর্কিত কাজ করবেন না। আমরা স্বচ্ছ নির্বাচন চাই।
শুক্রবার বেলা ১টায় বাগেরহাটের মোরেলগঞ্জে উপনির্বাচনে ভোট গ্রহণকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার সকলকে সতর্ক করে আরও বলেন, পুলিশ বা প্রশাসনের লোকজন যদি বাড়াবাড়ি করে আমাকে জানাবেন। ব্যবস্থা নেওয়া হবে। বিধি লঙ্ঘনের দায়িত্ব নির্বাচন কমিশন নেবে না।
প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট এর মহাপরিচালক মো. নুরুজ্জামান তালুকদার, বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ ও পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী।
মোরেলগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, থানার ওসি কেএম আজিজুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা মো. মোস্তফা কামাল এ সময় উপস্থিত ছিলেন।
আগামি ২১ মার্চ বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা