২৯ জুলাই, ২০২০ ১৪:৪৬

সোনাতলায় উপজেলা সদরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

সোনাতলায় উপজেলা সদরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বগুড়ার সোনাতলায় চলতি বছরের বন্যার পানির স্রোতের তোড়ে একটি ব্রিজ ভেঙে যাওয়ায় উপজেলা সদরের সাথে ২৫ গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। গত সোমবার দিবাগত গভীর রাতে বগুড়ার সোনাতলা উপজেলার তেকানীচুকাইনগর ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংলগ্ন একটি ব্রিজ বন্যার পানির স্রোতের তোড়ে ভেঙ্গে গেছে। এতে করে উপজেলা সদরের সাথে ৩টি ইউনিয়নের ২৫ গ্রামের প্রায় ৭৫ হাজার মানুষের যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তির স্বীকার হতে হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে ওই ব্রীজ নির্মাণ করে। ওই ব্রীজের উপর দিয়ে মধুপুর, তেকানীচুকাইনগর, পাকুল্লা ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজন, পথচারী ও স্কুল কলেজের ছাত্রছাত্রী যাতায়াত করে। ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় ২৫ গ্রামের মানুষের যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তির স্বীকার হতে হচ্ছে। 

এ বিষয়ে স্থানীয় তেকানীচুকানগর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মো. শামছুল হক মন্ডল জানান, ব্রিজটি বন্যার পানির স্রোতের তোড়ে ভেঙ্গে যাওয়ায় উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। 

বগুড়ার সোনাতলা উপজেলা প্রকৌশলী মোঃ রাশেদ ইমরান জানান, ব্রিজটি একটি জনগুরুত্বপূর্ণ সড়কে অবস্থিত। চলতি বছরের বন্যার পানির স্রোতের তোড়ে ব্রিজটি ভেঙ্গে পড়ায় প্রায় ২৫ গ্রামের মানুষের যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তির স্বীকার হতে হচ্ছে। 

বগুড়ার সোনাতলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুর আলম জানান, ওই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার পথচারী দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। দ্রুত সময়ের মধ্যে ব্রিজ নির্মাণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর