গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভুঙ্গাবাড়ী এলাকায় সোনাখালি রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের ধাক্কায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুইজনের মৃত্যু হলো।
নিহত হলেন, নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কৃষ্ণপুর এলাকার শামসুল হকের ছেলে মাসুদ রানা ( ২২) একই উপজেলার বটতলা এলাকার বাবুল মিয়ার স্ত্রী করিম আক্তার (৩২)।
জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল মান্নান জানান, গতকাল রাত দশটার দিকে পঞ্চগড় জেলার চিলাহাটি স্টেশন থেকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। চারটার দিকে কালিয়াকৈর উপজেলার সোনাখালি রেলক্রসিংয়ে পৌঁছালে ট্রেনের সঙ্গে বাসের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে একজন নিহত হয় এবং আহত তিন জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আহত মাসুদ রানা হাসপাতালে মারা যান। রেলওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ