'বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন'-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে ৪৯তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। আজ শনিবার এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভা।
সকালে উপজেলা চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ ইউনুছ ভূঁইয়া।
উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজালা রানি চাকমা, লাকসাম ইউসিসিএ লিমিটেডের সভাপতি মোঃ নুরুল হক মজুমদার, ইউপি চেয়ারম্যান আলহাজ হারুনুর রশীদ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শাহজাহান মিয়া।
লোকমান হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে সময়বয়ীদের মাঝে বক্তব্য রাখেন প্রচেষ্টা বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মামুন, সমবায়ী ডাঃ লিটন চন্দ্র ভৌমিক, হারুনুর রশিদ প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ