ঝিনাইদহের কোটচাঁদপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় গুরুতর আহত ভ্যান চালক দুলাল বিশ্বাস (৬২) মারা গেছেন। শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। নিহত দুলাল বিশ্বাস উপজেলার মামুনশিয়া গ্রামের মৃত খোরশেদ বিশ্বাসের ছেলে।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকালে বলুহর বটতলা রেল গেইট সংলগ্ন এলাকায় রেল লাইনের পাশেই আগাছা কাটছিলেন দুলাল।
এসময় ঢাকা থেকে খুলনা অভিমুখে সুন্দরবন এক্সপ্রেস ডাউন ট্রেনের সঙ্গে দুলাল সজোরে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করেন।
পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর