‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’- স্লোগানে রাজবাড়ীতে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে আজ শনিবার আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরোয়ার মোহম্মদ সালেহীন। সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুর জব্বার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরীফ উজ জামান, জেলা সমবায় কর্মকর্তা মো. শহীদুজ্জামান।
পরে আলোচনা সভা শেষে বিভিন্ন পর্যায়ের সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর