জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বিরোদলীয় হুইপ পীর ফজলুর রহমান মিজবাহ এমপি বলেছেন, মরহুম পল্লীবন্ধু এরশাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে হলে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে হবে। এ জন্য তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে হবে।
শনিবার দুপুরে শহরের বার লাইব্রেরি হলরুমে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির কর্মীসভা প্রধান বক্তার বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক এমপি এমএ মুনিম চৌধুরী বাবু, যুগ্ম মহাসচিব সাবেক এমপি আমির হোসেন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন, ক্রীড়া সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহীন।
জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শংকর পালের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খান, বর্তমান সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, তাজ উদ্দিন আহমেদ বাবুল, কাজল আহমেদ, অ্যাডভোকেট শিবলী খায়ের, মোস্তাফিজুর রহমান ময়না, জালাল উদ্দিন আহমেদ, আব্দুস সালাম প্রমূখ।
জেলা জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠনের দাবি জানানো হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন