ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার গোলচত্বর এলাকায় ট্রাক চাপায় আমান শেখ (২৩) নামক এক মটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহত আমান শেখ ফরিদপুর শহরের মোল্লা বাড়ি সড়কের বুলবুল শেখের পুত্র। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আমান শেখকে বৃহস্পতিবার রাত পৌনে ১টায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর হোসেন বলেন, নিহত আমান শেখ গ্যাস সরবরাহের ব্যবসা করতো। তিনি ভাঙ্গা থেকে ফরিদপুর ফেরার পথে ফরিদপুরগামী ইট বোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এএ