বদলে যাচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়। এ মুহূর্তে এরচেয়ে সুখবর আর কিছু নেই। জুলাই বিপ্লবে স্বৈরাচার পতনের পর পদত্যাগের হিড়িক পড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে। উপাচার্যসহ কর্মকর্তাদের পদত্যাগে অচল হয়ে পড়ে প্রশাসনিক কার্যক্রম। প্রশ্ন হচ্ছে- দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের সম্মানীত শীর্ষ পদধারী যদি নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ হন, তার পদত্যাগের প্রশ্ন উঠবে কেন? দলীয় লেজুড়বৃত্তির যোগ্যতায় তারা পদ বাগিয়েছিলেন এবং সে অর্জন রক্ষায় তটস্থ থাকতেন। তাদের হাতে পড়ে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ও মর্যাদা হারিয়েছে। বিশ্বের সেরা সহস্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেশের একটারও জায়গা হয় না। এর জন্য দায়ী নিয়োগ-দুর্বৃত্তায়ন। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থাও একই। দলবাজির অভিন্ন অনাচার প্রতিষ্ঠানগুলোর মর্যাদার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। পর্যায়ক্রমে বেরিয়ে পড়বে অর্থনৈতিক অনিয়ম, দুর্নীতির পাহাড়-সমান খতিয়ান। সে জন্যই পদত্যাগ করে পালাতে হচ্ছে উপাচার্যসহ পার্ষদদের। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক পদে নতুন নিয়োগ শুরু হয়েছে। উপাচার্য পদে আসছেন নতুন নতুন মুখ। ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে অর্জিত সরকারকে এক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। বর্জ্যরে বদলে বর্জ্য প্রতিস্থাপন করলে- সুফল মিলবে না। মতলববাজরা এখন পদ-পদবি বাগাতে ‘দেশে বিপ্লব হয়ে গেছে’ স্লোগান তুলে জনে জনে মোসাহেবিতে ব্যস্ত। এদের ‘হইতে সাবধান’। জনগণের টাকায় পরিচালিত দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সৎ, আদর্শবাদী, গবেষক, নিবেদিতপ্রাণ শিক্ষাবিদদের নিযুক্ত করতে হবে। যাদের আদর্শিক অনুপ্রেরণায় শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হবে। শিক্ষকদের সম্মান এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হবে। হারানো মর্যাদা ফিরে পাবে বিশ্ববিদ্যালয়গুলো। এই চর্চাটা এখনই শুরু করতে হবে এবং এ ধারা যেন ভবিষ্যতেও বিঘ্নিত না হয়, তারও পাকাপোক্ত ব্যবস্থা করে যেতে হবে। রাষ্ট্র সংস্কারের চলতি কর্মযজ্ঞে চিরুনি অভিযান চালাতে হবে শিক্ষাঙ্গনেও। আগাছা উপড়ে ফেলতে হবে। শুধু রং বদল বা মুখ বদল নয়, শিক্ষককে শিক্ষকই হতে হবে, দলবাজ-চাটুকর নয়। শিক্ষাঙ্গনে এমন নতুন নেতৃত্বই চায় জাতি।
শিরোনাম
- আবারও অবসরের ঘোষণা পাকিস্তানি অলরাউন্ডারের
- আ. লীগ গত ১৫ বছর জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে : রফিকুল ইসলাম
- দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়ে সিরিজ নিশ্চিত প্রোটিয়াদের
- ডুয়েটের ১৪ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন
- বিএনপি নেতা ইকবালকে দল থেকে বহিষ্কার
- ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঙ্কোইস বায়রো
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেল গঠন
- সোনারগাঁয়ে যুবককে পিটিয়ে পা ভাঙার অভিযোগে মামলা
- মার্চে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু করতে চায় সরকার : অর্থ উপদেষ্টা
- রাজধানীতে র্যাব পরিচয় দেওয়া ৫ ডাকাত গ্রেফতার
- মধ্যরাত থেকে পড়তে পারে ঘন কুয়াশা
- অন্তর্বর্তী সরকার একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা
- বেনাপোল দিয়ে এলো ৪৬৮ টন আলু
- শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের
- সকাল ৯টার মধ্যে হাজিরা না দিলে শাস্তি হবে ওয়াসায় কর্মরতদের
- ‘দুর্নীতিমুক্ত দেশ গঠনে জামায়াতে ইসলামীর বিকল্প নেই’
- ট্রিপল মার্ডার মামলায় আওয়ামী লীগের ৪ নেতা ঢাকায় গ্রেফতার
- ‘বিএনপি ক্ষমতায় আসলে জনগণের মৌলিক অধিকার পূরণ করা হবে’
- পাহড়ে মাশরুম চাষে সফল উদ্যোক্তা হারুন
- ‘বেশি দরদ লাগলে হাসিনাকে ভারতের কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী করুন’