রবিবার, ৫ জুন, ২০১৬ ০০:০০ টা
রিজার্ভ চুরি

সন্দেহের পরেও অর্থ ছাড় করে ফেড ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

সন্দেহ হওয়া সত্ত্বেও নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অন্য চারটি ব্যাংকে ৮ কোটি ১০ লাখ ডলার অর্থ ছাড় করেছিল। নিউইয়র্ক ফেডারেলের এক কর্মকর্তাসহ বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

তারা জানিয়েছেন, চারটি অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রিজার্ভে অর্থ ছাড় করা হয়। অর্থ ছাড়ে হ্যাকারদের ওই বার্তাগুলো সন্দেহজনক হওয়ায় প্রথমে তা গ্রহণ করেনি নিউইয়র্ক ফেড। বিভিন্ন বিদেশি অ্যাকাউন্ট থেকে পাঠানো ৩৫টি সুইফট মেসেজ নিউইয়র্ক ফেড প্রত্যাখ্যান করেছিল। ফেডারেল ব্যাংকের কর্মকর্তা গণমাধ্যমের কাছে বলেছেন, অর্থ ছাড়ের সুইফট বার্তাগুলো যথাযথ না হওয়ায় মার্কিন ব্যাংকটি প্রথমে অর্থ ছাড় করেনি। পরে হ্যাকাররা অর্থ ছাড়ের জন্য আবার সেই ৩৫টি অনুরোধ পাঠায়। হ্যাকারদের দ্বিতীয় চেষ্টায় সুইফট বার্তা যথাযথ হয় এবং তখন অর্থ ছাড় করা হয়। তবে দ্বিতীয়বার মার্কিন ব্যাংকটি ৩০টি অনুরোধ প্রত্যাখ্যান করে এবং পাঁচটি অনুরোধ গ্রহণ করে। এই পাঁচটি অনুরোধে ১০ কোটি ১০ লাখ ডলার অর্থ ছাড়ের কথা বলা হয়। নিউইয়র্ক ফেড ভুল বানানের কারণে ওই পাঁচটির মধ্যে দুই কোটি ডলারের একটি অনুরোধ আটকে দেয়।

সর্বশেষ খবর