ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বাঙালি জীবনের সবচেয়ে গৌরবের বিষয়। অথচ এসব ভালো কাজের খোঁজ বিদেশিরা তেমন জানে না। এগুলো জানানোর কর্তব্য রাষ্ট্রের। আমরা কোন কাজটা ঠিকমতো করি! আমরা কথা বলতে পারি, কাজ করি সামান্য। ফেব্রুয়ারি মাস এলেই কর্তা ব্যক্তিদের খোঁজ-খবর শুরু হয়। সারা বছর নীরব। তাদের যেন কাজের শেষ নেই। মহাব্যস্ত। কেন একুশে ফেব্রুয়ারি। কেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ দিবসের তাৎপর্য হলো পৃথিবীর সব জাতির মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানানো। পৃথিবীব্যাপী পাঠকের কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সম্পর্কে তথ্য পৌঁছাতে হবে। কয়টা উচ্চমানের বই লেখা হয়েছে? যেসব বই প্রকাশ হয়েছে তা পৃথিবীর বহুল প্রচলিত কয়টি ভাষায় অনুবাদ করা হয়েছে। আমাদের অনুবাদ সাহিত্যের অবস্থা শোচনীয়। আমার বই তো আমি অনুবাদ করলে লোকে পড়বে না। অনুবাদের জন্য ভিন্ন ভাষী কিন্তু ভালো বাংলা জানেন এমন কাউকে আনতে হবে। ধরা যাক লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উইলিয়াম রাদিচি। তার মতো অভিজ্ঞ পণ্ডিতকে দিয়ে বাংলায় লিখিত বই ইংরেজি অনুবাদ করালে নির্ভরযোগ্য অনুবাদ পাওয়া যাবে। বাংলা একাডেমি তাকে নিয়ে আসুক। কেবল বাংলা একাডেমি কেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আমাদের মাতৃভাষা, দেশের সংস্কৃতি ইত্যাদি বিষয়ে উচ্চতর গবেষণা ও প্রকাশনা করতে পারে। ভাষা বিষয়ে গবেষণা করার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা হলো। এ প্রতিষ্ঠানটি আবেগের ফসল। তারা কি করছে আমরা কেউ জানি না। প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে আমাদের জানা দরকার। কয়টি গবেষণা তারা পরিচালনা করেছে। তাদের কী প্রকাশনা রয়েছে। গবেষণা প্রতিষ্ঠানের কাজ সাধারণ মানুষের জানা দরকার। এ ব্যাপারে দেশের গণমাধ্যমে এগিয়ে আসতে হবে। আমার ধারণা এগুলো তৈরি হয় জনগণকে ধোকা দেওয়ার জন্য। তাছাড়া রাজনৈতিক পর্যায় থেকে একাডেমিক কাজ কখনো হয় না। বাঙালি দেশের জন্য সম্মিলিতভাবে বড় কোনো কাজ করতে পারে না। লেখক : শিক্ষাবিদ-প্রাবন্ধিক।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
আ-মরি বাংলা ভাষা
আমাদের অনুবাদ সাহিত্যের অবস্থা শোচনীয়
হায়াৎ মামুদ
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর