ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বাঙালি জীবনের সবচেয়ে গৌরবের বিষয়। অথচ এসব ভালো কাজের খোঁজ বিদেশিরা তেমন জানে না। এগুলো জানানোর কর্তব্য রাষ্ট্রের। আমরা কোন কাজটা ঠিকমতো করি! আমরা কথা বলতে পারি, কাজ করি সামান্য। ফেব্রুয়ারি মাস এলেই কর্তা ব্যক্তিদের খোঁজ-খবর শুরু হয়। সারা বছর নীরব। তাদের যেন কাজের শেষ নেই। মহাব্যস্ত। কেন একুশে ফেব্রুয়ারি। কেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ দিবসের তাৎপর্য হলো পৃথিবীর সব জাতির মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানানো। পৃথিবীব্যাপী পাঠকের কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সম্পর্কে তথ্য পৌঁছাতে হবে। কয়টা উচ্চমানের বই লেখা হয়েছে? যেসব বই প্রকাশ হয়েছে তা পৃথিবীর বহুল প্রচলিত কয়টি ভাষায় অনুবাদ করা হয়েছে। আমাদের অনুবাদ সাহিত্যের অবস্থা শোচনীয়। আমার বই তো আমি অনুবাদ করলে লোকে পড়বে না। অনুবাদের জন্য ভিন্ন ভাষী কিন্তু ভালো বাংলা জানেন এমন কাউকে আনতে হবে। ধরা যাক লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উইলিয়াম রাদিচি। তার মতো অভিজ্ঞ পণ্ডিতকে দিয়ে বাংলায় লিখিত বই ইংরেজি অনুবাদ করালে নির্ভরযোগ্য অনুবাদ পাওয়া যাবে। বাংলা একাডেমি তাকে নিয়ে আসুক। কেবল বাংলা একাডেমি কেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আমাদের মাতৃভাষা, দেশের সংস্কৃতি ইত্যাদি বিষয়ে উচ্চতর গবেষণা ও প্রকাশনা করতে পারে। ভাষা বিষয়ে গবেষণা করার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা হলো। এ প্রতিষ্ঠানটি আবেগের ফসল। তারা কি করছে আমরা কেউ জানি না। প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে আমাদের জানা দরকার। কয়টি গবেষণা তারা পরিচালনা করেছে। তাদের কী প্রকাশনা রয়েছে। গবেষণা প্রতিষ্ঠানের কাজ সাধারণ মানুষের জানা দরকার। এ ব্যাপারে দেশের গণমাধ্যমে এগিয়ে আসতে হবে। আমার ধারণা এগুলো তৈরি হয় জনগণকে ধোকা দেওয়ার জন্য। তাছাড়া রাজনৈতিক পর্যায় থেকে একাডেমিক কাজ কখনো হয় না। বাঙালি দেশের জন্য সম্মিলিতভাবে বড় কোনো কাজ করতে পারে না। লেখক : শিক্ষাবিদ-প্রাবন্ধিক।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা