একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। গতকাল জেলা-উপজেলা ভিত্তিক চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে সংশ্লিষ্টরা। তবে জেলা-উপজেলা ভিত্তিক ভোটকেন্দ্রের সংখ্যা সমন্বয় করে জাতীয় পর্যায়ে মোট ভোটকেন্দ্রের চূড়ান্ত সংখ্যা প্রকাশ করতে নির্বাচন কমিশনের সাত দিন সময় লাগতে পারে বলে জানা গেছে। নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবুল কাসেম সাংবাদিকদের জানান, জেলা-উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে সংশ্লিষ্ট কার্যালয়। এগুলো সমন্বয় করে মোট চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা নির্ধারণ করতে আরও সাত দিন লাগবে। আবুল কাসেম বলেন, যাচাই-বাছাই শেষে মোট কেন্দ্র সংখ্যা ৪০ হাজারের কিছু কম-বেশি হতে পারে। এর আগে ৪০ হাজার ৬৫৭টি প্রাথমিক ভোটকেন্দ্রের তালিকার ওপর দাবি-আপত্তি গ্রহণ করে উপজেলা নির্বাচন অফিস। আগামী ৩০ অক্টোবর থেকে ২৮ জানুয়ারির মধ্যে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসি সূত্র জানিয়েছে, নবম সংসদে ৮ কোটি ১০ লাখের বেশি ভোটারের জন্য ভোটকেন্দ্র ছিল ৩৫ হাজার ২৬৩টি (ভোটকক্ষ ১ লাখ ৭৭ হাজার ২৭৭টি)। সর্বশেষ দশম সংসদ নির্বাচনে ৯ কোটি ১৯ লাখ ভোটারের বিপরীতে ভোটকেন্দ্র ছিল ৩৭ হাজার ৭০৭। এ সময় ৩০০ আসনে ভোটকক্ষ ছিল ১ লাখ ৮৯ হাজার ৭৮টি। এবার একাদশ সংসদ নির্বাচনে ১০ কোটি ৪২ লাখ ভোটারের বিপরীতে প্রয়োজন হবে ৪০,০০০ ভোটকেন্দ্র; এতে ভোটকক্ষ প্রায় ২ লাখ। ৩০০ আসনের মধ্যে সম্ভাব্য ভোটকেন্দ্র সমতল এলাকায় ৩৯,৩৮৭টি এবং পার্বত্য এলাকায় ৬১৩টি।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ
- দিনাজপুরে আগাম জাতের সবজি চাষে ব্যস্ত কৃষক