একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। গতকাল জেলা-উপজেলা ভিত্তিক চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে সংশ্লিষ্টরা। তবে জেলা-উপজেলা ভিত্তিক ভোটকেন্দ্রের সংখ্যা সমন্বয় করে জাতীয় পর্যায়ে মোট ভোটকেন্দ্রের চূড়ান্ত সংখ্যা প্রকাশ করতে নির্বাচন কমিশনের সাত দিন সময় লাগতে পারে বলে জানা গেছে। নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবুল কাসেম সাংবাদিকদের জানান, জেলা-উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে সংশ্লিষ্ট কার্যালয়। এগুলো সমন্বয় করে মোট চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা নির্ধারণ করতে আরও সাত দিন লাগবে। আবুল কাসেম বলেন, যাচাই-বাছাই শেষে মোট কেন্দ্র সংখ্যা ৪০ হাজারের কিছু কম-বেশি হতে পারে। এর আগে ৪০ হাজার ৬৫৭টি প্রাথমিক ভোটকেন্দ্রের তালিকার ওপর দাবি-আপত্তি গ্রহণ করে উপজেলা নির্বাচন অফিস। আগামী ৩০ অক্টোবর থেকে ২৮ জানুয়ারির মধ্যে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসি সূত্র জানিয়েছে, নবম সংসদে ৮ কোটি ১০ লাখের বেশি ভোটারের জন্য ভোটকেন্দ্র ছিল ৩৫ হাজার ২৬৩টি (ভোটকক্ষ ১ লাখ ৭৭ হাজার ২৭৭টি)। সর্বশেষ দশম সংসদ নির্বাচনে ৯ কোটি ১৯ লাখ ভোটারের বিপরীতে ভোটকেন্দ্র ছিল ৩৭ হাজার ৭০৭। এ সময় ৩০০ আসনে ভোটকক্ষ ছিল ১ লাখ ৮৯ হাজার ৭৮টি। এবার একাদশ সংসদ নির্বাচনে ১০ কোটি ৪২ লাখ ভোটারের বিপরীতে প্রয়োজন হবে ৪০,০০০ ভোটকেন্দ্র; এতে ভোটকক্ষ প্রায় ২ লাখ। ৩০০ আসনের মধ্যে সম্ভাব্য ভোটকেন্দ্র সমতল এলাকায় ৩৯,৩৮৭টি এবং পার্বত্য এলাকায় ৬১৩টি।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা