মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ভাড়াটিয়া তথ্য পূরণে ঢাকায় অপরাধ কমেছে

নিজস্ব প্রতিবেদক

ভাড়াটিয়া তথ্য পূরণে ঢাকায় অপরাধ কমেছে

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ভাড়াটিয়া তথ্য ফরম পূরণ করার পর ঢাকায় কোনো বড় জঙ্গি আস্তানা গড়ে উঠতে পারেনি। একইসঙ্গে চুরি, ডাকাতি, ছিনতাইসহ সাধারণ অপরাধও কমেছে। গতকাল সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) বা নাগরিক তথ্য ব্যবস্থাপনা পদ্ধতির একটি অ্যাপস উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। আছাদুজ্জামান মিয়া বলেন, যখন থেকে নাগরিক তথ্য সংগ্রহ শুরু করি তখন থেকে সাধারণ অপরাধ কমতে শুরু করেছে। এমনকি হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর নগরীতে বড় কোনো জঙ্গি আস্তানা গড়ে ওঠেনি। এই পদ্ধতি জঙ্গি মোকাবিলায় ভূমিকা রেখেছে। তিনি বলেন, আমি দায়িত্ব গ্রহণের পর বিট পুলিশিং সিস্টেম চালু করি। কমিউনিটিকে কাজে লাগিয়ে কমিউনিটিং পুলিশিং শুরু করেছি। আমরা উঠান বৈঠক করেছি। এভাবে জনগণকে সস্পৃক্ত করেছি। ২০১৫ সালে নাগরিকদের একটা ডাটাবেজ তৈরির কাজ শুরু করি। এ কাজ অন্য কোনো প্রতিষ্ঠানে হলে ১০০ কোটি টাকার বাজেট হতো। কিন্তু আমরা কোনো বাজেট নেইনি। আমরা নিজেদের অর্থায়নে এ কাজ করেছি। এখন পর্যন্ত ৭২ লাখ বা তার চেয়েও বেশি নাগরিকের তথ্য আমাদের সিআইএমএসে যোগ হয়েছে। এখন কোনো বাড়িওয়ালা ভাড়াটিয়া তথ্য ফরম ছাড়া বাসা ভাড়া দিতে পারেন না। ভাড়াটিয়ারাও ফরম পূরণ ছাড়া বাসা নিতে পারেন না। মোবাইল অ্যাপসের উদ্বোধন করে ডিএমপি কমিশনার বলেন, এখন থেকে নাগরিকরা অ্যাপসের মাধ্যমে তাদের তথ্য দিতে পারবেন। এই অ্যাপসের মাধ্যমে নাগরিকদের সঙ্গে পুলিশের সরাসরি যোগাযোগ হবে।

সর্বশেষ খবর