বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ড. ইউনূসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক

ড. ইউনূসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কর্মচারীদের চাকরিচ্যুত করার তিন মামলায় নোবেল বিজয়ী ও গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। গতকাল এই তিন মামলায় হাজির না হওয়ায় ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান রহিবুল ইসলাম পরোয়ানা জারির এ আদেশ দেন। ওই আদালতের কৌঁসুলি বেলাল হোসেন জসিম সাংবাদিকদের জানান, তিন মামলায় গতকাল ড. ইউনূসের সমনের জবাব দেওয়ার  দিন ধার্য ছিল। কিন্তু তিনি আদালতে হাজির হননি। এ কারণে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। জানা গেছে, গ্রামীণ ট্রাস্টভুক্ত প্রতিষ্ঠান গ্রামীণ কমিউনিকেশন্সের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুস সালাম, প্রচার সম্পাদক শাহ আলমসহ তিনজনকে বেআইনিভাবে চাকরিচ্যুতির অভিযোগে গত ৩ জুলাই এ মামলা করেন। এরপর শ্রম আদালত ইউনূসকে হাজির হতে ৮ অক্টোবর সমন জারি করে। গ্রামীণ কমিউনিকেশন্সের চেয়ারম্যান ইউনূসের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা ও উপ-মহাব্যবস্থাপক খন্দকার আবু আবেদীনকেও হাজির হতে বলা হয়। তারা গতকাল আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।

সর্বশেষ খবর