করোনাভাইরাসের মহামারির পর হঠাৎ বাংলাদেশের ব্যবসায়ী ও বিত্তশালীদের আরব আমিরাতে গোল্ড ভিসা নেওয়ার হিড়িক পড়েছে। এই ভিসা পাওয়া যায় ১০ বছরের জন্য। সুবিধা হিসেবে আবাসনসহ সব খাতে বিনিয়োগ করা যায়, যে কোনোভাবে নেওয়া যায় অর্থ এবং সহজেই খোলা যায় ব্যাংক অ্যাকাউন্ট। কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে কড়াকড়ি আরোপ হওয়ায় রুদ্ধ হয়েছে বেগমপাড়ার পথ। তাই সেখান থেকে অনেকে ফিরছেন দুবাইতে। তবে দুবাইয়ের পর রয়েছে সিঙ্গাপুর ও মালয়েশিয়া। বাংলাদেশের অনেক শীর্ষ পর্যায়ের ব্যবসায়ীর বিনিয়োগ রয়েছে সেখানে। কীভাবে তারা অর্থ নিয়েছে সে প্রশ্ন রয়েছে জোরেশোরেই। কিন্তু উত্তর নিয়ে রয়েছে গোলকধাঁধা। হুন্ডির ছোট ব্যবসায়ীরা ধরা পড়লেও রাঘববোয়ালরা সবসময়ই রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতি স্বাভাবিক রাখতে নজর দিতে হবে রাঘববোয়ালদের দিকে। তারা কীভাবে বিদেশে গিয়ে নিজেদের বিশালত্ব প্রতিষ্ঠা করছেন তা খুঁজে দেখতে হবে। কিছুদিন আগে পি কে হালদারের ভারতে বিনিয়োগ দেখে নড়েচড়ে বসেছিল দেশের বিভিন্ন সংস্থা। তিনি ভারতে এত বড় বিনিয়োগ কীভাবে করলেন তার রহস্য এখনো বের হয়নি। পি কে হালদার তার জবানবন্দিতে বলেছেন, তার ঋণ ১১০০ কোটি টাকা। ৩ হাজার কোটি টাকার বাকিটা অন্যদের। দেশে ফিরতে পারলে নিজের টাকা ফেরত দিতে চেয়েছিলেন পি কে হালদার। বলেছিলেন, বাকি টাকা কার ও কীভাবে ভারতে নিয়েছেন তার তথ্য দেবেন সরকারকে। কিন্তু তার কিছুই হয়নি এখনো। জানা যায়, সিঙ্গাপুর-মালয়েশিয়ায় বড় বিনিয়োগ নিয়েও সরকারের বিভিন্ন সংস্থা চোখ রেখেছে কারও কারও প্রতি। সিঙ্গাপুর-মালয়েশিয়ায় সম্পদ কেনা নিয়ে তদন্ত হলেও কোনো অর্থ ফেরত আসেনি। তবে আরব আমিরাতকে ঘিরে এখন আলোচনা বেশি। শুধু বড় নয়, মাঝারি পর্যায়ের অনেক ব্যবসায়ী রাজনীতিবিদ ঘাঁটি করেছেন দুবাইতে। আলো ঝলমলে দুবাইয়ের আবাসন ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান তারা কিনে নিচ্ছেন। দুবাইয়ের ইংরেজি ভাষার টেলার রিপোর্ট এবং আরবি ভাষার ইমারাত আল ইউমের রিপোর্টে বলা হয়েছে, করোনা মহামারির পর গত ফেব্রুয়ারি পর্যন্ত দুবাইয়ের আবাসন খাতে বাংলাদেশিরা ১২৩ মিলিয়ন দিরহাম বিনিয়োগ করেছেন। কভিডের দেড় বছরে এটিই সে দেশে বিদেশি কোনো দেশের নাগরিকদের সর্বোচ্চ বিনিয়োগ। এ ক্ষেত্রে বাংলাদেশিরা নেদারল্যান্ডসকেও হার মানিয়েছে। নেদারল্যান্ডসের ধনাঢ্যরা ১১৭.৬৭ মিলিয়ন দিরহামের সম্পত্তি কিনে দ্বিতীয় স্থানে আছেন। আর দুবাইয়ে সুইজারল্যান্ডের নাগরিকরা ১১১.২৫ মিলিয়ন দিরহামের সমপরিমাণ বিনিয়োগ করে তৃতীয় স্থানে রয়েছেন। চীনের মতো দেশকেও এ ক্ষেত্রে হার মানিয়েছেন বাংলাদেশিরা। চীনের নাগরিকরা ১০৭.৯ মিলিয়ন দিরহামের সম্পত্তি কিনেছেন। আর জার্মানির নাগরিকরা ১০৫ মিলিয়ন দিরহামের সম্পত্তি কিনে পঞ্চম স্থানে রয়েছেন। অর্থনীতিবিদরা মনে করেন, এ পরিস্থিতির পরিবর্তনে সরকারকে সতর্ক হতে হবে। যেসব টাকা পাচার হয়ে দুবাই-সিঙ্গাপুর গেছে তা ফেরত আনার ব্যবস্থা করতে হবে। অন্যথায় ফেরত আসবে না অর্থনীতির স্বাভাবিক অবস্থায়। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সার্বিক পরিস্থিতিতে মানুষের আস্থাহীনতা বেড়েছে। সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা ও নিশ্চয়তা পাচ্ছে না। এ জন্য পাচার বাড়ছে। এটা যথেষ্ট আতঙ্কের হলেও এখানে পর্যাপ্ত মনিটরিং নেই। মনিটরিং বাড়িয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া ছাড়া পরিস্থিতির উত্তরণ সম্ভব নয়।
শিরোনাম
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
হুন্ডির চোখ দুবাই-সিঙ্গাপুরে
আলোচনায় মালয়েশিয়া । কানাডাসহ বিভিন্ন দেশের বাংলাদেশি বিনিয়োগকারীরা ফিরছেন দুবাইতে । বিত্তশালীদের গোল্ড ভিসার হিড়িক । আলো ঝলমলে আরব আমিরাতে আবাসনসহ বিভিন্ন খাতে চলছে বিনিয়োগ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর