সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ৭ অক্টোবর হামাস ইসরায়েলে যে হামলা চালিয়েছে, তা ভয়ংকর। তবে তিনি মনে করেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে যা চলছে- তা ‘অসহনীয়’ যন্ত্রণা। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একপেশে তথ্য ছড়ানো হচ্ছে উল্লেখ করে এর সমালোচনা করেন ওবামা। সূত্র : রয়টার্স। পড সেভ আমেরিকা পডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে ওবামা ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের যদি গঠনমূলক কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকে, তবে তা নিতে বলব। বাস্তব পরিস্থিতি আমাদের স্বীকার করতে হবে। যা কিছু ঘটছে তা নিয়ে ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, তা আমাদের মেনে নিতে হবে। হামাস যা করেছে, তা ভয়ংকর। একে ন্যায্য বলে দাবি করার কোনো সুযোগ নেই। কিন্তু এটাও সত্য যে ফিলিস্তিনে যে দখলদারি চলছে এবং ফিলিস্তিনিদের সঙ্গে যা কিছু ঘটছে, তা অসহনীয়।’ সাক্ষাৎকারে ওবামা আরও বলেন, আরেকটি বাস্তবতা হলো দাদা-দাদি, নানা-নানি, প্রপিতামহ, প্রপিতামহী কিংবা মামা-খালা, চাচা-ফুফুদের কাছ থেকে যদি আপনারা ইহুদিবিদ্বেষী উন্মাদ আচরণের গল্প না শুনে থাকেন, তবে আপনারা ইহুদিদের ইতিহাসকে মেনে নিতে পারবেন না। এটাও সত্য যে গাজায় ফিলিস্তিনিরাসহ যারা প্রাণ হারাচ্ছে, তাদেরও হামাসের কর্মকান্ডের ব্যাপারে কিছু করার ছিল না। টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বাস্তব পরিস্থিতি উপেক্ষা করা হচ্ছে বলে অভিযোগ করেন ওবামা। ওবামা বলেন, ‘আপনারা সত্য বলার ভান করতে পারেন, আপনারা যা ঘটছে তা নিয়ে একপেশে কথা বলতে পারেন এবং কিছু ক্ষেত্রে আপনারা আপনাদের নৈতিক অবস্থান থেকে সরে থাকতে পারেন- কিন্তু তাতে কোনো কিছুর সমাধান হবে না। সুতরাং সমস্যার সমাধান করতে চাইলে আপনাদের পুরো ঘটনাকে সত্যভাবে উপস্থাপন করতে হবে। আপনাদের স্বীকার করতে হবে যে কোনো পক্ষই একেবারে নির্দোষ নয়। আর এর সঙ্গে আমরাও কোনো না কোনোভাবে জড়িত।’
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা