রংপুরে খুলছে তথ্য প্রযুক্তির দুয়ার। শুরু হতে যাচ্ছে হাইটেক পার্ক নির্মাণের কাজ। রংপুর নগরীর ৯ নম্বর ওয়ার্ডের খলিশাকুড়ি এলাকায় প্রায় ৯ একর জমিতে এই হাইটেক পার্ক হতে হচ্ছে। আজ ২৬ মে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে এই পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে রংপুরে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা। উদ্বোধনী অনুষ্ঠানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সকালে খলিশাকুড়িতে ভিত্তিপ্রস্তর উদ্বোধন। পরে জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে আলোচন সভা। কাজের উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করেছেন হাইটেক পার্কের প্রকল্প পরিচালক। প্রকল্প সূত্রে জানা গেছে, রংপুরে হাইটেক পার্ক নির্মাণে প্রায় ১৭৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে একটি সাততলা, একটি তিনতলা ভবন নির্মাণ করা হবে। এ ছাড়া আড়াই শ আসনের একটি সিনেপ্লেক্স করা হবে। ২০২৪ সালের জুনের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে তথ্য প্রযুক্তিতে পিছিয়ে থাকা রংপুরে এক নতুন দিগন্তের সূচনা হবে। এখানে ৫ হাজারের বেশি লোকের কর্মসংস্থান হবে। অত্যাধুনিক এই তথ্য প্রযুক্তি কেন্দ্রটিকে ঘিরে এখানকার মানুষের আগ্রহ বাড়ছে। এই পার্কে তথ্য প্রযুক্তি অর্থাৎ আইটি সংক্রান্ত সব কাজ করা যাবে। আইটি খাতে ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানিসহ সব ধরনের সুযোগ-সুবিধা এখানে তৈরি হবে। এখানে তৈরি হবে প্রযুক্তি পণ্য। হাইটেক পার্কে নিজস্ব সফটওয়্যার দিয়ে চালানো যাবে ব্যাংক, বীমা, কলকারখানা, অফিস-আদালতসহ অন্যান্য প্রতিষ্ঠান। এখানে তৈরি হবে সফটওয়্যার ও হার্ডওয়্যার। প্রাক্তন পৌর চেয়ারম্যান ও জেলা দোকান মালিক সমিতির সাবেক সভাপতি কাজী মো. জুননুন বলেন, রংপুরে হাইটেক পার্ক বাস্তবায়ন হলে এই অঞ্চলের অর্থনীতিতে নতুন গতি আসবে। এখানকার তথ্য প্রযুক্তি পণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সারা দেশে।
শিরোনাম
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
রংপুর হাইটেক পার্ক
কর্মসংস্থান হবে ৫ হাজার
নজরুল মৃধা, রংপুর
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর