রংপুরে খুলছে তথ্য প্রযুক্তির দুয়ার। শুরু হতে যাচ্ছে হাইটেক পার্ক নির্মাণের কাজ। রংপুর নগরীর ৯ নম্বর ওয়ার্ডের খলিশাকুড়ি এলাকায় প্রায় ৯ একর জমিতে এই হাইটেক পার্ক হতে হচ্ছে। আজ ২৬ মে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে এই পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে রংপুরে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা। উদ্বোধনী অনুষ্ঠানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সকালে খলিশাকুড়িতে ভিত্তিপ্রস্তর উদ্বোধন। পরে জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে আলোচন সভা। কাজের উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করেছেন হাইটেক পার্কের প্রকল্প পরিচালক। প্রকল্প সূত্রে জানা গেছে, রংপুরে হাইটেক পার্ক নির্মাণে প্রায় ১৭৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে একটি সাততলা, একটি তিনতলা ভবন নির্মাণ করা হবে। এ ছাড়া আড়াই শ আসনের একটি সিনেপ্লেক্স করা হবে। ২০২৪ সালের জুনের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে তথ্য প্রযুক্তিতে পিছিয়ে থাকা রংপুরে এক নতুন দিগন্তের সূচনা হবে। এখানে ৫ হাজারের বেশি লোকের কর্মসংস্থান হবে। অত্যাধুনিক এই তথ্য প্রযুক্তি কেন্দ্রটিকে ঘিরে এখানকার মানুষের আগ্রহ বাড়ছে। এই পার্কে তথ্য প্রযুক্তি অর্থাৎ আইটি সংক্রান্ত সব কাজ করা যাবে। আইটি খাতে ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানিসহ সব ধরনের সুযোগ-সুবিধা এখানে তৈরি হবে। এখানে তৈরি হবে প্রযুক্তি পণ্য। হাইটেক পার্কে নিজস্ব সফটওয়্যার দিয়ে চালানো যাবে ব্যাংক, বীমা, কলকারখানা, অফিস-আদালতসহ অন্যান্য প্রতিষ্ঠান। এখানে তৈরি হবে সফটওয়্যার ও হার্ডওয়্যার। প্রাক্তন পৌর চেয়ারম্যান ও জেলা দোকান মালিক সমিতির সাবেক সভাপতি কাজী মো. জুননুন বলেন, রংপুরে হাইটেক পার্ক বাস্তবায়ন হলে এই অঞ্চলের অর্থনীতিতে নতুন গতি আসবে। এখানকার তথ্য প্রযুক্তি পণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সারা দেশে।
শিরোনাম
- আবারও প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন কমলা হ্যারিস
- ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার কোটি টাকা
- সোমবার ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ : ইসি সচিব
- অবশেষে চীন-ভারত সরাসরি ফ্লাইট চালু
- মালয়েশিয়ায় ট্রাম্পবিরোধী বিক্ষোভ
- সৌদিতে সাত দিনে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার
- শ্রীলঙ্কার দুই বিমানবালাকে মারধরের অভিযোগে সৌদি যুবক গ্রেফতার
- অ্যাঞ্জেলিক এয়ার ফ্রেশনারের নতুন দুই ভ্যারিয়েন্ট উন্মোচন
- যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত করতে হবে : মাসুদ সাঈদী
- যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার নতুন বাণিজ্যচুক্তি সই
- আবারও পাকিস্তান প্রধানমন্ত্রী-সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প
- নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে লক্ষ্মীপুরে ছাত্রদলের আনন্দ মিছিল
- বাগেরহাটে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
- বাকসু নির্বাচনের দাবিতে অনশনে এক শিক্ষার্থী
- গৃহশিক্ষকসহ স্কুলছাত্রকে এসিড নিক্ষেপ: দুই যুবকের যাবজ্জীবন
- ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- নির্বাচন ছাড়া সংস্কার বাস্তবায়ন হবে না : জোনায়েদ সাকি
- সুন্দরবনে আগ্নেয়াস্ত্রসহ বনদস্যু বাহিনীর প্রধান আটক
- বগুড়ায় পৌর কর্মচারীদের মানববন্ধন
- ইরাকে তেলের খনিতে অগ্নিকাণ্ডে নিহত ২
রংপুর হাইটেক পার্ক
কর্মসংস্থান হবে ৫ হাজার
নজরুল মৃধা, রংপুর
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর