রংপুরে খুলছে তথ্য প্রযুক্তির দুয়ার। শুরু হতে যাচ্ছে হাইটেক পার্ক নির্মাণের কাজ। রংপুর নগরীর ৯ নম্বর ওয়ার্ডের খলিশাকুড়ি এলাকায় প্রায় ৯ একর জমিতে এই হাইটেক পার্ক হতে হচ্ছে। আজ ২৬ মে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে এই পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে রংপুরে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা। উদ্বোধনী অনুষ্ঠানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সকালে খলিশাকুড়িতে ভিত্তিপ্রস্তর উদ্বোধন। পরে জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে আলোচন সভা। কাজের উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করেছেন হাইটেক পার্কের প্রকল্প পরিচালক। প্রকল্প সূত্রে জানা গেছে, রংপুরে হাইটেক পার্ক নির্মাণে প্রায় ১৭৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে একটি সাততলা, একটি তিনতলা ভবন নির্মাণ করা হবে। এ ছাড়া আড়াই শ আসনের একটি সিনেপ্লেক্স করা হবে। ২০২৪ সালের জুনের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে তথ্য প্রযুক্তিতে পিছিয়ে থাকা রংপুরে এক নতুন দিগন্তের সূচনা হবে। এখানে ৫ হাজারের বেশি লোকের কর্মসংস্থান হবে। অত্যাধুনিক এই তথ্য প্রযুক্তি কেন্দ্রটিকে ঘিরে এখানকার মানুষের আগ্রহ বাড়ছে। এই পার্কে তথ্য প্রযুক্তি অর্থাৎ আইটি সংক্রান্ত সব কাজ করা যাবে। আইটি খাতে ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানিসহ সব ধরনের সুযোগ-সুবিধা এখানে তৈরি হবে। এখানে তৈরি হবে প্রযুক্তি পণ্য। হাইটেক পার্কে নিজস্ব সফটওয়্যার দিয়ে চালানো যাবে ব্যাংক, বীমা, কলকারখানা, অফিস-আদালতসহ অন্যান্য প্রতিষ্ঠান। এখানে তৈরি হবে সফটওয়্যার ও হার্ডওয়্যার। প্রাক্তন পৌর চেয়ারম্যান ও জেলা দোকান মালিক সমিতির সাবেক সভাপতি কাজী মো. জুননুন বলেন, রংপুরে হাইটেক পার্ক বাস্তবায়ন হলে এই অঞ্চলের অর্থনীতিতে নতুন গতি আসবে। এখানকার তথ্য প্রযুক্তি পণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সারা দেশে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
রংপুর হাইটেক পার্ক
কর্মসংস্থান হবে ৫ হাজার
নজরুল মৃধা, রংপুর
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর