রংপুরে খুলছে তথ্য প্রযুক্তির দুয়ার। শুরু হতে যাচ্ছে হাইটেক পার্ক নির্মাণের কাজ। রংপুর নগরীর ৯ নম্বর ওয়ার্ডের খলিশাকুড়ি এলাকায় প্রায় ৯ একর জমিতে এই হাইটেক পার্ক হতে হচ্ছে। আজ ২৬ মে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে এই পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে রংপুরে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা। উদ্বোধনী অনুষ্ঠানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সকালে খলিশাকুড়িতে ভিত্তিপ্রস্তর উদ্বোধন। পরে জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে আলোচন সভা। কাজের উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করেছেন হাইটেক পার্কের প্রকল্প পরিচালক। প্রকল্প সূত্রে জানা গেছে, রংপুরে হাইটেক পার্ক নির্মাণে প্রায় ১৭৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে একটি সাততলা, একটি তিনতলা ভবন নির্মাণ করা হবে। এ ছাড়া আড়াই শ আসনের একটি সিনেপ্লেক্স করা হবে। ২০২৪ সালের জুনের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে তথ্য প্রযুক্তিতে পিছিয়ে থাকা রংপুরে এক নতুন দিগন্তের সূচনা হবে। এখানে ৫ হাজারের বেশি লোকের কর্মসংস্থান হবে। অত্যাধুনিক এই তথ্য প্রযুক্তি কেন্দ্রটিকে ঘিরে এখানকার মানুষের আগ্রহ বাড়ছে। এই পার্কে তথ্য প্রযুক্তি অর্থাৎ আইটি সংক্রান্ত সব কাজ করা যাবে। আইটি খাতে ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানিসহ সব ধরনের সুযোগ-সুবিধা এখানে তৈরি হবে। এখানে তৈরি হবে প্রযুক্তি পণ্য। হাইটেক পার্কে নিজস্ব সফটওয়্যার দিয়ে চালানো যাবে ব্যাংক, বীমা, কলকারখানা, অফিস-আদালতসহ অন্যান্য প্রতিষ্ঠান। এখানে তৈরি হবে সফটওয়্যার ও হার্ডওয়্যার। প্রাক্তন পৌর চেয়ারম্যান ও জেলা দোকান মালিক সমিতির সাবেক সভাপতি কাজী মো. জুননুন বলেন, রংপুরে হাইটেক পার্ক বাস্তবায়ন হলে এই অঞ্চলের অর্থনীতিতে নতুন গতি আসবে। এখানকার তথ্য প্রযুক্তি পণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সারা দেশে।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা