গোটা বিশ্ব এখন সেলফি জ্বরে আক্রান্ত! ফেসবুক, ইন্সটাগ্রাম, টুইটার সর্বত্র সেলফির ছড়াছড়ি। জীবনের ঝুঁকি নিয়েও অনেকে সেলফি তুলে থাকেন। আর ফলাফল আহত হওয়া এমনকি মৃত্যুর মত ঘটনাও ঘটছে অহরহ।
এবার সেলফি তুলতে গিয়ে ভারতের তেলেঙ্গানার 'কুন্তল' ঝর্ণার পানিতে পড়ে ২ তরুণের মৃত্যু হয়েছে। নিজামাবাদের বাসিন্দা এই দুই তরুণের নাম আনসার ও ফাইজান। আনসারের দেহ পানি থেকে তোলা গেলেও এখনো ফাইজানের মৃতদেহ উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে চালকরা।
জানা গেছে, রবিবার আদিলাবাদ থেকে চার তরুণ স্থানীয় কুন্তল ঝর্ণায় বেড়াতে আসে। একটি পিচ্ছিল জায়গায় ছবি তুলতে গিয়ে দুইজন পানিতে পড়ে যায়। পুলিশ জানিয়েছে, আনসার একজন মেকানিক এবং ফাইজান কলেজের শিক্ষার্থী ছিল। এই বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং নিহতদের বাবা মাকে জানানো হয়েছে।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/ ০৩ জুলাই, ২০১৭/ ই জাহান