চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, রুশ-চীন সম্পর্ক ‘ইতিহাসের শ্রেষ্ঠ সময়’ পার করছে। রাশিয়ায় সোমবার সরকারি ভ্রমণের প্রাক্কালে রুশ মিডিয়াকে তিনি বলেন, চীন ও রাশিয়া একে অপরের বিশ্বস্ত ও কৌশলগত অংশীদার। খবর বার্তা সংস্থা সিনহুয়ার।
শি আরও বলেন, চীন ও রাশিয়া বর্তমানে উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও কৌশলগত বিশ্বাস স্থাপনে সক্ষম হয়েছে। দু’দেশ দীর্ঘদিনের সীমান্ত সমস্যার সমাধান করতে পেরেছে।
চীনের প্রেসিডেন্ট আরও বলেন, প্রেসিডেন্ট পুতিনের আমন্ত্রণে আমি রাশিয়া সফর শুরু করতে যাচ্ছি। সফরটি দু’দেশের সম্পর্ক উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখবে।
বিডি প্রতিদিন/০৩ জুলাই ২০১৭/এনায়েত করিম