এশিয়া সফরের অংশ হিসেবে চীনে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সঙ্গে আড়াই হাজার কোটি ডলারের চুক্তি স্বাক্ষর করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার জানায়, মার্কিন প্রতিষ্ঠান বোয়িং, জেনারেল ইলেক্ট্রিক ও কুয়ালকম ট্রাম্পের এই সফরে এসে কোটি ডলারের অনেকগুলো চুক্তি স্বাক্ষর করেছে।
জানা গেছে, বৃহস্পতিবার স্বাক্ষর হওয়া চুক্তিগুলোর মধ্যে জ্বালানি খাতও স্থান পেয়েছে। মার্কিন গ্যাস কোম্পানি ‘শেল’এ চীন আগামী ২০ বছরে ৮৩.৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এছাড়া দেশটি পশ্চিম ভার্জিনিয়াতেও রাসায়নিক উৎপাদনে বিনিয়োগ করবে। চীনের জ্বালানী প্রতিষ্ঠানগুলোর জন্য বাইরের কোনো দেশে এটাই সবচেয়ে বড় বিনিয়োগ।
এছাড়া কুয়ালকম চীনের শাওমি, ওপো ও ভিভোর সঙ্গে ১২ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে। বোয়িং জানিয়েছে চীনের অ্যাভিয়েশন সাপ্লাইয়ার্স হোল্ডিং কোম্পানির সঙ্গে তাদের ৩০০ বোয়িং বিমান বিক্রির চুক্তি হয়েছে। যার আর্থিক মূল্য দাঁড়াবে ৩৭ বিলিয়ন ডলার।
এদিকে এ ব্যাপারে চীনে আমেরিকান চেম্বার অব কমার্সের চেয়ারম্যান উইলিয়াম জারিত বলেন, চুক্তিগুলো দু’দেশের মধ্যে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্কের ইঙ্গিত বহন করছে। তবে তার আশঙ্কা, ব্যবসায়ীক ক্ষেত্রে এখনও লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। কেননা মার্কিন প্রতিষ্ঠানগুলো এখনও চীনে ব্যবসা করতে নানা সমস্যার সম্মুখীন হবে। চীনের বাজারে প্রবেশাধিকার, সাইবার নিরাপত্তা এবং বিদেশি প্রতিষ্ঠানগুলোতে চীনের কমিউনিস্ট পার্টির উপস্থিতি তাদের উদ্বেগের কারণ।
উল্লেখ্য, এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণার সময় চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি মেটাতে ট্রাম্প যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়ন হতে চলেছে।
সূত্র: রয়টার্স
বিডি-প্রতিদিন/ ১০ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ