বুধবার, ৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

শিশু জিহাদের মৃত্যুর বিচার শুরু

আদালত প্রতিবেদক

রাজধানীর শাহজাহানপুরের রেলওয়ে কলোনিতে পাইপের মধ্যে পড়ে চার বছরের শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় দায়ের মামলায় ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। একই সঙ্গে ১৮ অক্টোবর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। গতকাল ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ  আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান এ আদেশ দেন। আসামিরা হলেন— ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এসআর হাউজের মালিক মো. শফিকুল ইসলাম ওরফে আবদুস সালাম, রেলওয়ের সিনিয়র সাব অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার (নলকূপ পরিদর্শন) মো. জাহাঙ্গীর আলম, কমলাপুর রেলওয়ের সহকারী প্রকৌশলী মো. নাসির উদ্দিন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আবু আহমেদ শাকি, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) দীপক কুমার ভৌমিক এবং সহকারী প্রকৌশলী-২ মো. সাইফুল ইসলাম। এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী জসিম উদ্দিন খান সাংবাদিকদের জানান, অভিযোগ গঠনের আগে জামিনে থাকা আসামিরা সবাই মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক আবেদন নাকচ করে দেয়। পরে কাঠগড়ায় দাঁড়িয়ে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। এরপর বিচারক আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৪ (ক) ধারায় অভিযোগ গঠন করে। ফলে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। এর আগে ৩১ মার্চ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মিজানুর রহমান ছয় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। জানা গেছে, ২০১৪ সালের ২৬ ডিসেম্বর খেলার সময় রেলওয়ে কলোনিতে পানির পাম্পের পাইপের ভিতর পড়ে যায় শিশু জিহাদ। ২৩ ঘণ্টা পর মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জিহাদের বাবা মো. নাসির ফকির বাদী হয়ে শাহজাহানপুর থানায় একটি মামলা করেন।

সর্বশেষ খবর