সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

যুবলীগ নেতা অপহৃত, ক্ষোভে উত্তাল রাঙামাটি

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির বিলাইছড়ি উপজেলা যুবলীগ নেতা দয়াল তঞ্চঙ্গ্যাকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে বিলাইছড়ি উপজেলা ফারুয়া ইউনিয়নের উলুছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার প্রতিবাদে তাত্ক্ষণিক মানববন্ধন করেন বিলাইছড়ি উপজেলা যুবলীগের নেতা-কর্মীরা। অন্যদিকে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।

বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ নেতা সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা জানান, শনিবার মধ্যরাতে ফারুয়া ইউনিয়নের উলুছড়ি এলাকায় ১০-১২ জনের সশস্ত্র সন্ত্রাসীদের একটি দল হানা দেয়। পরে দয়াল তঞ্চঙ্গ্যাকে তার বাড়ি থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা-কর্মীরা দয়াল তঞ্চঙ্গ্যাকে অপহরণ করেছে। কারণ সম্প্রতি রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদারের সংবর্ধনা অনুষ্ঠান থেকে ফেরার পথে জেএসএসের কিছু সশস্ত্র নেতা দয়াল তঞ্চঙ্গ্যার বড়ভাই উজ্জ্বল তঞ্চঙ্গ্যা (হেডম্যান)-কে মারধর করে। এ ঘটনায় উজ্জ্বল বাদী হয়ে মামলা করে। তখন থেকে জেএসএস নেতা-কর্মীরা মামলা তুলে নেওয়ার জন্য  হুমকি দিয়ে আসছিল। সে ঘটনার জের ধরে উজ্জ্বল তঞ্চঙ্গ্যাকে না পেয়ে তার ছোট ভাইকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় জেএসএস সন্ত্রাসীরা। তবে এ ঘটনার সঙ্গে জনসংহতি সমিতি জড়িত নয় বলে দাবি করেন সংগঠনটির বিলাইছড়ি উপজেলা সাধারণ সম্পাদক বীরোত্তম তঞ্চঙ্গ্যা।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর