উপমহাদেশের অন্যতম প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ৪ জানুয়ারি। বাংলা ও বাঙালির স্বাধীনতা ও স্বাধিকার অর্জনের লক্ষ্যে মূল দল আওয়ামী লীগের জন্মের এক বছর আগেই প্রতিষ্ঠা পেয়েছিল গৌরব ও ঐতিহ্যের এ ছাত্র সংগঠনটি। বর্তমানে ক্ষমতাসীন দলের এই ছাত্র সংগঠনটি নেতিবাচক সংবাদের শিরোনামে এসেছে বার বার। তবে গরিব-মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ানো, পথশিশুদের শিক্ষা-অর্থ ও বস্ত্র দান, বন্যাদুর্গতদের ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণসহ নানা মানবিক কাজ করে সাধারণ মানুষের দৃষ্টিতে ইতিবাচক সংগঠন হিসেবে সুনামও কুড়িয়েছে। বিপরীতে সিলেটের এমসি কলেজে পরীক্ষা দিতে আসা সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে গুরুতর জখম করে দেশব্যাপী সমালোচিত হন এক ছাত্রলীগ নেতা। এ ছাড়াও বিভিন্ন স্থানে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে ক্যাম্পাস বন্ধের ঘটনাও ঘটেছে। নিহতও হয়েছেন কয়েকজন ছাত্রলীগ নেতা। রাজধানীতে মার্কেট উচ্ছেদ নিয়ে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে আলোচনায় আসেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ সাধারণ সম্পাদক। চলতি বছরের নভেম্বর মাসে চট্টগ্রামে রহস্যজনক মৃত্যু হয় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক দিয়াজ ইফরান চৌধুরী। এই মৃত্যু নিয়ে সংগঠনের স্থানীয় বিরোধ বলে অভিযোগ উঠেছে। মামলাটি তদন্তাধীন। এসব ঘটনাই ছাত্রলীগের বিশাল অর্জনকে ম্লান করে দিচ্ছে। আর এ ঘটনাগুলো অধিকাংশই নির্দিষ্ট কয়েকটি এলাকায়। তবে প্রত্যেকটি ঘটনাই ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্ব শক্ত হাতে দমনের পদক্ষেপ গ্রহণ করেছে। সংগঠনের নেতা হলেও অপরাধ করে পার পাননি। জানা গেছে, কেন্দ্রীয় কমিটির পাশাপাশি সাংগঠনিক ১০১টি ইউনিটিতেই এখন ছাত্রলীগের কমিটি রয়েছে। তবে বেশ কয়েকটি জেলায় পূর্ণাঙ্গ কমিটি নেই। সেগুলোতে দ্রুততম সময়ের মধ্যে কমিটি দেওয়া হচ্ছে। জেলা নেতৃত্ব কমিটি গঠনে ব্যর্থ হলে তাদের অব্যাহতি দেওয়া হবে বলে জানা গেছে। দীর্ঘদিন ঢাকা কলেজ ও ইডেন কলেজে ছাত্রলীগের কমিটি ছিল না। এ দুটি শক্তিশালী ইউনিটিতে কিছুদিন আগে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনের মাধ্যমে কমিটি দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলগুলোতে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজেই এখন ছাত্রলীগের দেখভাল করছেন। ফলে আগের যে কোনো সময়ের তুলনায় ছাত্রলীগ শক্তিশালী, গতিশীল এবং ইতিবাচক ধারায় ফিরছে। ডিসেম্বর মাসে কয়েক দফা ওবায়দুল কাদের মধুর ক্যান্টিনে ছাত্রলীগ নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে নেতিবাচক খবর না হতে ছাত্রলীগকে শপথ বাক্য পাঠ করান। এ প্রসঙ্গে ছাত্রলীগ সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সিলেটের ঘটনায় জড়িত বদরুল ছাত্রলীগ নেতা ছিলেন না। এ ছাড়াও যেখানেই বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে আমরা অপরাধীদের সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছি। কাউকে আশ্রয়-প্রশ্রয় দেইনি। অপরাধী অপরাধীই। তিনি বলেন, “বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমাদের দেখভাল করছেন। ছাত্রলীগ এখন নেতিবাচক ধারা থেকে বেরিয়ে এসে ইতিবাচক ধারায়। ছাত্রলীগ শুধু একটি ছাত্র সংগঠনই নয়, একটি মানবিক সংগঠনও। কারণ সারা দেশে গরিব মেধাবীদের বৃত্তি প্রদান, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আর্থিক সহায়তা, গরিব-অসহায়দের শীতবস্ত্র বিতরণ, ভাসমান শিশুদের নিয়মিত শিক্ষা ও অর্থ-খাদ্য প্রদান করে আসছি। কাজেই শুধু নেতিবাচক দিকগুলো সামনে না এনে ইতিবাচক দিকগুলো নিয়ে আসতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।” ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বাংলাদেশ ছাত্রলীগ এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ, শক্তিশালী এবং গতিশীল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠনটি শুধু দেশেই নয়, উপমহাদেশের মধ্যে অন্যতম ছাত্র সংগঠন। প্রায় অধিকাংশ বিশ্ববিদ্যালয়, জেলা-উপজেলা, কলেজ, ইউনিয়নে আমাদের কমিটি রয়েছে। কিছু কিছু গরিব মেধাবীদের পড়াশোনার দায়িত্বভার ছাত্রলীগ গ্রহণ করেছে। সিলেটের খাজিদার পাশে আমরাই দাঁড়িয়েছি। তিনি বলেন, সংগঠনের প্রত্যেক নেতাই মেধাবী ছাত্র এবং বর্তমানে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এখন সংগঠনটি স্বমহিমায় উজ্জ্বল। এদিকে দেশের ঐতিহ্যবাহী এই ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবার বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ছাত্রলীগের দফরত সম্পাদক দেলেয়ার হোসেন শাহজাদা। তিনি বলেন, ভোর ৬টায় সংগঠনের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সাড়ে ৬টায় ধানমন্ডির ৩২ নম্বরে ছাত্রলীগের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচি শুরু হবে।
শিরোনাম
- জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয় ২৫ দল
- জঙ্গলে বিমান বিধ্বস্ত, আরোহী সকলেই নিহত
- নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে বসে সনদ করার আহ্বান প্রধান উপদেষ্টার
- কী বলা হয়েছে জুলাই সনদের অঙ্গীকারনামায়
- জুলাই সনদ এক সামাজিক চুক্তি, নতুন মোড় পরিবর্তনের সূচনা: আলী রীয়াজ
- শনিবার যে কয়েকটি এলাকায় থাকছে না বিদ্যুৎ
- 'আমরা বর্বরতা থেকে সভ্যতায় এলাম'
- জুলাই সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদরা
- অবশেষে মুক্তি পেল পপির শেষ সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’
- আইপিএস অফিসারের ঘরে ‘টাকার পাহাড়’
- জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু
- বাংলাদেশ ওআইসির উদ্যোগের প্রতি অঙ্গীকারবদ্ধ : শ্রম উপদেষ্টা
- জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে মির্জা ফখরুল, সালাহউদ্দিন
- অনশন শুরু এমপিওভুক্ত শিক্ষকদের
- জাকেরকে নিয়ে বিতর্কে মুখ খুললেন ফিল সিমন্স
- বিশ্বে প্রায় ৯০ কোটি দরিদ্র মানুষ জলবায়ু বিপর্যয়ের ঝুঁকিতে : জাতিসংঘ
- বঙ্গোপসাগরে ফের লঘুচাপের আভাস
- সংশোধন করা হলো জুলাই সনদ অঙ্গীকারনামার পঞ্চম দফা
- ‘জুলাই যোদ্ধা’দের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া
- মালিবাগে সেই ৫০০ ভরি স্বর্ণ চুরির রহস্য উদঘাটন, গ্রেফতার ৪
সংকট দুই ছাত্র সংগঠনে
বিচ্ছিন্ন ঘটনায় ম্লান হচ্ছে ছাত্রলীগের ঐতিহ্য
জানুয়ারির প্রথম সপ্তাহেই দেশের বড় দুই ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী। ঐতিহ্যবাহী ছাত্রলীগ ৪ জানুয়ারি পা দিচ্ছে ৬৯ বছরে। অন্যদিকে ১ জানুয়ারি ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে ছাত্রদল। দুই সংগঠনের বর্তমান অবস্থা নিয়ে প্রতিবেদন করেছেন— মাহমুদ আজহার ও রফিকুল ইসলাম রনি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

শতাব্দীর সেরা ডিভোর্সে ১ বিলিয়ন ডলার থেকে মুক্তি পেলেন দ. কোরিয়ার ধনকুবের
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

লাখো মানুষের হাতে মশাল, ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তাল উত্তরাঞ্চল
১৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

নিয়ন্ত্রণে আসেনি সিইপিজেডের আগুন, ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে কারখানার ভবন
২২ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রীর লাশ দেখতে গিয়ে নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত ৪
১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম