সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
প্রকৃতি

হারিয়ে যাচ্ছে মৌচাক

দিনাজপুর প্রতিনিধি

হারিয়ে যাচ্ছে মৌচাক

কালের বিবর্তনে প্রাকৃতিক মৌমাছির সংখ্যা দ্রুতই হ্রাস পাচ্ছে। মৌচাষিরা বলছেন, মৌচাক এতটাই কমেছে যে এখন কৃত্রিম পদ্ধতিতে মধু আহরণ করতে হচ্ছে।  মধু সংগ্রহকারীরা জানিয়েছে, দিনাজপুর এলকার বিভিন্ন স্থানে ১৫/২০দিন ঘোরাফেরার পরও একটা মৌচাক খুঁজে পাওয়া যায় না। অন্য কোথাও পাওয়া গেলেও তা আকারে একেবারেই ছোট। মৌমাছির সংখ্যা আগের চেয়ে অনেক কমে যাওয়ায় এ দুর্দশা। আগে যেমন প্রাকৃতিক মধু পাওয়া যেত এখন পাওয়া যাচ্ছে না। চিরিরবন্দরের এক কৃষি কর্মকর্তা জানিয়েছেন, মৌমাছি বা মৌচাক হারিয়ে যাওয়ার কারণ হলো প্রাকৃতিক দুর্যোগ, তাপমাত্রা বৃদ্ধি, বসবাসের উপযোগী পরিবেশের অভাব, খাদ্যের অভাব, ফসলে কীটনাশকের অপপ্রয়োগ, আনাড়ি মধু সংগ্রহকারীদের দিয়ে মৌচাকে অগ্নিসংযোগে মৌমাছি পুড়িয়ে হত্যাসহ নানাবিধ কারণে মৌমাছি ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে বিভিন্ন ফসল ও ফলফলাদির পরাগায়নে মারাত্মক বিঘ্ন ঘটছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর