অবশেষে যমুনা নদীতে রেল সেতু নির্মাণ হচ্ছে। আগামী বছরের শেষের দিকে নির্মাণ কাজ শুরু হবে বৃহৎ এই প্রকল্পের। এখন চলছে বিশদ নকশা তৈরি, সম্ভাব্যতা যাচাই, স্টাডি আপডেট, টেন্ডার ডকুমেন্ট তৈরির কাজ। আগামী সেপ্টেম্বরের মধ্যেই যমুনা নদীতে রেল সেতু নির্মাণ কাজের দরপত্র আহ্বান করা হবে। রেল মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এসব তথ্য। বিদ্যমান বঙ্গবন্ধু সেতুতে রেললাইন না থাকায় প্রথম দিকে এ নিয়ে বেশ হইচই হয়। পরবর্তীতে অনেকটা নকশা বহির্ভূতভাবেই রেললাইন সংযুক্ত করা হয়। কিন্তু এই সেতু দিয়ে বেশ ঝুঁকি নিয়েই কয়েক বছর ধরে চলছে ট্রেন। এ অবস্থায় উত্তরাঞ্চলীয় জেলাগুলো এবং ভারতের সঙ্গে সারা দেশের রেল সংযোগ সহজ ও নিরবচ্ছিন্ন করতে এই সেতুর পশ্চিম পাশেই যমুনা নদীর ওপর রেল সেতু নির্মাণের উদ্যোগ নেয় সরকার। সে লক্ষ্যে ২০১৫ সালেই রেল সেতু নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাই কার্যক্রম শেষ করা হয়। রেল মন্ত্রণালয় সূত্র জানায়, যমুনা নদীতে রেল সেতু নির্মাণের জন্য গত বছর এপ্রিলে এই সেতুর বিশদ নকশা তৈরি, সম্ভাব্যতা যাচাইয়ের আপডেট এবং দরপত্র ডকুমেন্ট তৈরির জন্য জাপানি প্রতিষ্ঠান ওরিয়েন্টাল কনসালটেন্ট গ্লোবাল লিমিটেডকে ৭৪৭ কোটি টাকায় নিয়োগ করা হয় এই প্রকল্পের পরামর্শক হিসেবে। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই পরামর্শক প্রতিষ্ঠান তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে। এরপরই দরপত্র আহ্বান করা হবে এই সেতু নির্মাণে। পরামর্শক প্রতিষ্ঠান এখন দ্রুততার সঙ্গে প্রকল্পের বিশদ নকশা প্রণয়নের কাজ করছে বলে জানা গেছে। প্রকল্প সূত্র জানিয়েছে, যমুনা রেল সেতু নির্মাণ করা হবে জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা (জাইকা) ও সরকারের নিজস্ব অর্থায়নে। এই সেতু নির্মাণে ব্যয় হবে নয় হাজার ৭৩৪ কোটি টাকা। এর মধ্যে জাইকা দেবে সাত হাজার ৭২৪ কোটি টাকা। আর সরকার এই প্রকল্পে অর্থায়ন করবে ২ হাজার ১০ কোটি টাকা। যমুনা নদীর ওপর এই রেল হবে ডুয়েল গেজের এবং ডাবল লাইনের। এর ফলে এক সঙ্গে দুটি ট্রেন দুই প্রান্ত থেকে সেতু পার হতে পারবে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন বলেন, বিশদ নকশা পাওয়ার পর আগামী সেপ্টেম্বরেই যমুনা রেল সেতু নির্মাণ প্রকল্পের দরপত্র আহ্বান করা হবে। এরপর ২০১৯ সালের জুনের মধ্যেই দরপত্র যাচাই-বাছাই ও চূড়ান্ত করা হবে। আগামী বছরের শেষের দিকে সেপ্টেম্বর-অক্টোবরেই নির্মাণ কাজ শুরু হবে যমুনা রেল সেতুর। ২০২৩ সালে সেতুর নির্মাণ কাজ শেষ হবে এবং ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
শিরোনাম
- আরও ১৪ জেলায় নতুন ডিসি
- ওবায়দুল কাদের ও মডেল মেঘলার ফোনালাপ ফাঁস
- মেয়ের জন্মকে স্মরণীয় রাখতে ২০০ পরিবারে ফলজ চারা উপহার
- বিএনপির সহনশীলতাকে দুর্বলতা ভাববেন না: মফিকুল হাসান তৃপ্তি
- ‘টেকসই উন্নয়নে তারুণ্য শক্তিকে মানবসম্পদে রূপ দিতে হবে’
- নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী দিপু’র গণমিছিল
- সিদ্ধিরগঞ্জে তরুণীকে ‘সংঘবদ্ধ ধর্ষণে’র অভিযোগে মামলা
- জিয়াউর রহমান দেশ থেকে বাকশাল দূর করেছিলেন: মঈন খান
- চুয়াডাঙ্গায় বিএনপি প্রার্থী শরীফুজ্জামানের গণসংযোগ
- সিংড়ায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার
- কৃষকদের কাছ থেকে ৭ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার
- বীরগঞ্জে ‘ষষ্ঠক নেতা কোর্স’ সম্পন্ন, নেতৃত্ব বিকাশে স্কাউটিং-এর ওপর জোর
- নারায়ণগঞ্জে গর্ভবতী নারীদের স্বাস্থ্যসেবায় ডায়াথার্মি মেশিন বিতরণ
- ঢাকা-১৭ আসনে লড়বেন শহিদ জহির রায়হানের ছেলে, যা বললেন মা সুচন্দা
- আগাম ফুলকপি-বাঁধাকপি চাষে অনেকের ভাগ্যের চাকা ঘুরেছে
- বাগেরহাটের নতুন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন
- ভিয়েতনামে স্যান্ডউইচ খেয়ে ১৬২ জন হাসপাতালে ভর্তি
- শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু করল ইউজিসি
- চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানি: বাণিজ্য উপদেষ্টা
- ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী
যমুনায় রেল সেতু আগামী বছর
নিজামুল হক বিপুল
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে, এমন দেশ থেকে আমদানিনির্ভরতা কমবে : প্রেস সচিব
১৬ ঘণ্টা আগে | জাতীয়
মরিচের গুঁড়া ছুড়ে স্বর্ণালংকার চুরির চেষ্টা নারীর, খেয়ে বসলেন ২৫ সেকেন্ডে ২০ চড়
১৫ ঘণ্টা আগে | পাঁচফোড়ন