অবশেষে যমুনা নদীতে রেল সেতু নির্মাণ হচ্ছে। আগামী বছরের শেষের দিকে নির্মাণ কাজ শুরু হবে বৃহৎ এই প্রকল্পের। এখন চলছে বিশদ নকশা তৈরি, সম্ভাব্যতা যাচাই, স্টাডি আপডেট, টেন্ডার ডকুমেন্ট তৈরির কাজ। আগামী সেপ্টেম্বরের মধ্যেই যমুনা নদীতে রেল সেতু নির্মাণ কাজের দরপত্র আহ্বান করা হবে। রেল মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এসব তথ্য। বিদ্যমান বঙ্গবন্ধু সেতুতে রেললাইন না থাকায় প্রথম দিকে এ নিয়ে বেশ হইচই হয়। পরবর্তীতে অনেকটা নকশা বহির্ভূতভাবেই রেললাইন সংযুক্ত করা হয়। কিন্তু এই সেতু দিয়ে বেশ ঝুঁকি নিয়েই কয়েক বছর ধরে চলছে ট্রেন। এ অবস্থায় উত্তরাঞ্চলীয় জেলাগুলো এবং ভারতের সঙ্গে সারা দেশের রেল সংযোগ সহজ ও নিরবচ্ছিন্ন করতে এই সেতুর পশ্চিম পাশেই যমুনা নদীর ওপর রেল সেতু নির্মাণের উদ্যোগ নেয় সরকার। সে লক্ষ্যে ২০১৫ সালেই রেল সেতু নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাই কার্যক্রম শেষ করা হয়। রেল মন্ত্রণালয় সূত্র জানায়, যমুনা নদীতে রেল সেতু নির্মাণের জন্য গত বছর এপ্রিলে এই সেতুর বিশদ নকশা তৈরি, সম্ভাব্যতা যাচাইয়ের আপডেট এবং দরপত্র ডকুমেন্ট তৈরির জন্য জাপানি প্রতিষ্ঠান ওরিয়েন্টাল কনসালটেন্ট গ্লোবাল লিমিটেডকে ৭৪৭ কোটি টাকায় নিয়োগ করা হয় এই প্রকল্পের পরামর্শক হিসেবে। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই পরামর্শক প্রতিষ্ঠান তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে। এরপরই দরপত্র আহ্বান করা হবে এই সেতু নির্মাণে। পরামর্শক প্রতিষ্ঠান এখন দ্রুততার সঙ্গে প্রকল্পের বিশদ নকশা প্রণয়নের কাজ করছে বলে জানা গেছে। প্রকল্প সূত্র জানিয়েছে, যমুনা রেল সেতু নির্মাণ করা হবে জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা (জাইকা) ও সরকারের নিজস্ব অর্থায়নে। এই সেতু নির্মাণে ব্যয় হবে নয় হাজার ৭৩৪ কোটি টাকা। এর মধ্যে জাইকা দেবে সাত হাজার ৭২৪ কোটি টাকা। আর সরকার এই প্রকল্পে অর্থায়ন করবে ২ হাজার ১০ কোটি টাকা। যমুনা নদীর ওপর এই রেল হবে ডুয়েল গেজের এবং ডাবল লাইনের। এর ফলে এক সঙ্গে দুটি ট্রেন দুই প্রান্ত থেকে সেতু পার হতে পারবে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন বলেন, বিশদ নকশা পাওয়ার পর আগামী সেপ্টেম্বরেই যমুনা রেল সেতু নির্মাণ প্রকল্পের দরপত্র আহ্বান করা হবে। এরপর ২০১৯ সালের জুনের মধ্যেই দরপত্র যাচাই-বাছাই ও চূড়ান্ত করা হবে। আগামী বছরের শেষের দিকে সেপ্টেম্বর-অক্টোবরেই নির্মাণ কাজ শুরু হবে যমুনা রেল সেতুর। ২০২৩ সালে সেতুর নির্মাণ কাজ শেষ হবে এবং ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
শিরোনাম
- ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসের মাইলফলক : ব্যারিস্টার মীর হেলাল
- ব্যক্তিগত উপাত্ত সুরক্ষাসহ দুই অধ্যাদেশের প্রজ্ঞাপন জারি
- গুলশান অলিম্পিয়াড ক্রিকেটে চ্যাম্পিয়ন জিওয়াইসি ডমিনেটরস
- ট্রাম্পের চোখ বন্ধ ছবি ঘিরে বিতর্ক, যা বলছে হোয়াইট হাউস
- উত্তরবঙ্গে জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
- বিচারের রায় ঘনিয়ে আসায় উন্মাদ হয়ে এখন নতুন ‘থিওরি’: উপদেষ্টা ফারুকী
- সূচকের মিশ্র প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- মরিচের গুঁড়া ছুড়ে স্বর্ণালংকার চুরির চেষ্টা নারীর, খেয়ে বসলেন ২৫ সেকেন্ডে ২০ চড়
- একক নৈপুণ্যে মায়ামিকে সেমিফাইনালে তুললেন মেসি
- হরিণাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত, আহত ২
- জাতীয় দলের ৯৯ ভাগ নারী ক্রিকেটার হয়েছেন কুপ্রস্তাবের শিকার : রেশমা
- জনমনে উদ্বেগ আলোচনা গুঞ্জন
- বিআরটি প্রকল্পের সেতুর নিচে যুবকের মরদেহ
- বিবিসি শতভাগ ‘ভুয়া সংবাদমাধ্যম’: ট্রাম্পের প্রেস সেক্রেটারি
- অ্যাপলের গোপন চমক ফাঁস: ফোল্ডেবল আইফোনের অপেক্ষা শেষ!
- ঐতিহাসিক সফরে আমেরিকায় গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট
- ঢাকার নতুন জেলা প্রশাসক শফিউল আলম
- খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে, এমন দেশ থেকে আমদানিনির্ভরতা কমবে : প্রেস সচিব
- পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া
- শাটডাউন : যুক্তরাষ্ট্রে এক দিনে ১৪০০ ফ্লাইট বাতিল
যমুনায় রেল সেতু আগামী বছর
নিজামুল হক বিপুল
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
মরিচের গুঁড়া ছুড়ে স্বর্ণালংকার চুরির চেষ্টা নারীর, খেয়ে বসলেন ২৫ সেকেন্ডে ২০ চড়
৫০ মিনিট আগে | পাঁচফোড়ন
সংকটের মুহূর্তে জাতির রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হন জিয়াউর রহমান : ড. খোন্দকার বাবলু
১ ঘণ্টা আগে | রাজনীতি