ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গতকাল থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী বাংলাদেশ ডেনিম এক্সপোর ১১তম সংস্করণ। ডেনিম প্রদর্শনীর বৃহত্তম এ আসরে প্রথম দিনেই দর্শনার্থী সমাগমে মুখরিত ছিল মেলাপ্রাঙ্গণ। একই সঙ্গে দেশের তৈরি পোশাক শিল্পের টেকসই অগ্রযাত্রা নিশ্চিত করতে আইসিসিবির রাজদর্শন হলে অনুষ্ঠিত হয় সাসটেইনেবল অ্যাপারেলস ফোরামের দ্বিতীয় সংস্করণ। কীভাবে শ্রমিকের অধিকার নিশ্চিত করে পরিবেশবান্ধব টেকসই পদ্ধতিতে পোশাক খাতের উন্নয়ন ঘটানো যায় সেই বিষয়ে আলোচনায় অংশ নেন ২০টি দেশের পঞ্চাশের বেশি বক্তা। ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি ও ঢাকা উত্তর সিটি মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। তিনি বলেন, পোশাক শিল্পের শ্রমিকদের নিরাপত্তা, অধিকার এবং সম্মানের ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের পোশাক শিল্পের বর্তমান ট্যাগ হচ্ছে ‘মেড ইন বাংলাদেশ’। এটা বিশ্বের একটি অন্যতম ব্র্যান্ড। সবাই একযোগে কাজ না করলে আমরা এ লক্ষ্যে পৌঁছাতে পারতাম না। টেকসই উন্নয়ন পরিকল্পনা ছাড়া কোনো ব্যবসা সফল হতে পারে না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোইত প্রিফন্টেইন প্রমুখ। ফোরাম উদ্বোধনের সঙ্গে শুরু হওয়া দুই দিনের এ ডেনিম এক্সপো শেষ হবে আজ সন্ধ্যায়। ১১টি দেশের শতাধিক কোম্পানি প্রদর্শনীতে অংশ নিয়েছে। তুলে ধরা হয়েছে নানা ধরনের ডেনিম পণ্য। ডেনিম শিল্পে বাংলাদেশের প্রবৃদ্ধির অপার সম্ভাবনা প্রদর্শন করা এক্সপোর মূল উদ্দেশ্য। ডেনিম পণ্যের প্রদর্শনী, উপস্থাপনা, সেমিনার, প্যানেল আলোচনাসহ নানা আয়োজনের মাধ্যমে এ শিল্পের দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করা হয়েছে এবারের মেলায়। ডেনিম উৎপাদনের প্রক্রিয়া যাতে পরিবেশ, মানুষ এবং এমনকি পণ্যের ব্যবহারের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে জ্ঞানবিনিময় হয় ফোরাম আলোচনায়। এ ছাড়া প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে পরিবেশবান্ধব প্রযুক্তিতে উৎপাদিত ডেনিম পণ্য। বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ ও বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এ প্রদর্শনী ও ফোরামের আয়োজন করেছে। সহযোগী বিশ্বখ্যাত সুইডিশ পোশাক ব্র্যান্ড এইচঅ্যান্ডএম।
শিরোনাম
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
মুখরিত ডেনিম এক্সপো
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর