ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গতকাল থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী বাংলাদেশ ডেনিম এক্সপোর ১১তম সংস্করণ। ডেনিম প্রদর্শনীর বৃহত্তম এ আসরে প্রথম দিনেই দর্শনার্থী সমাগমে মুখরিত ছিল মেলাপ্রাঙ্গণ। একই সঙ্গে দেশের তৈরি পোশাক শিল্পের টেকসই অগ্রযাত্রা নিশ্চিত করতে আইসিসিবির রাজদর্শন হলে অনুষ্ঠিত হয় সাসটেইনেবল অ্যাপারেলস ফোরামের দ্বিতীয় সংস্করণ। কীভাবে শ্রমিকের অধিকার নিশ্চিত করে পরিবেশবান্ধব টেকসই পদ্ধতিতে পোশাক খাতের উন্নয়ন ঘটানো যায় সেই বিষয়ে আলোচনায় অংশ নেন ২০টি দেশের পঞ্চাশের বেশি বক্তা। ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি ও ঢাকা উত্তর সিটি মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। তিনি বলেন, পোশাক শিল্পের শ্রমিকদের নিরাপত্তা, অধিকার এবং সম্মানের ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের পোশাক শিল্পের বর্তমান ট্যাগ হচ্ছে ‘মেড ইন বাংলাদেশ’। এটা বিশ্বের একটি অন্যতম ব্র্যান্ড। সবাই একযোগে কাজ না করলে আমরা এ লক্ষ্যে পৌঁছাতে পারতাম না। টেকসই উন্নয়ন পরিকল্পনা ছাড়া কোনো ব্যবসা সফল হতে পারে না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোইত প্রিফন্টেইন প্রমুখ। ফোরাম উদ্বোধনের সঙ্গে শুরু হওয়া দুই দিনের এ ডেনিম এক্সপো শেষ হবে আজ সন্ধ্যায়। ১১টি দেশের শতাধিক কোম্পানি প্রদর্শনীতে অংশ নিয়েছে। তুলে ধরা হয়েছে নানা ধরনের ডেনিম পণ্য। ডেনিম শিল্পে বাংলাদেশের প্রবৃদ্ধির অপার সম্ভাবনা প্রদর্শন করা এক্সপোর মূল উদ্দেশ্য। ডেনিম পণ্যের প্রদর্শনী, উপস্থাপনা, সেমিনার, প্যানেল আলোচনাসহ নানা আয়োজনের মাধ্যমে এ শিল্পের দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করা হয়েছে এবারের মেলায়। ডেনিম উৎপাদনের প্রক্রিয়া যাতে পরিবেশ, মানুষ এবং এমনকি পণ্যের ব্যবহারের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে জ্ঞানবিনিময় হয় ফোরাম আলোচনায়। এ ছাড়া প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে পরিবেশবান্ধব প্রযুক্তিতে উৎপাদিত ডেনিম পণ্য। বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ ও বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এ প্রদর্শনী ও ফোরামের আয়োজন করেছে। সহযোগী বিশ্বখ্যাত সুইডিশ পোশাক ব্র্যান্ড এইচঅ্যান্ডএম।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা