ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গতকাল থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী বাংলাদেশ ডেনিম এক্সপোর ১১তম সংস্করণ। ডেনিম প্রদর্শনীর বৃহত্তম এ আসরে প্রথম দিনেই দর্শনার্থী সমাগমে মুখরিত ছিল মেলাপ্রাঙ্গণ। একই সঙ্গে দেশের তৈরি পোশাক শিল্পের টেকসই অগ্রযাত্রা নিশ্চিত করতে আইসিসিবির রাজদর্শন হলে অনুষ্ঠিত হয় সাসটেইনেবল অ্যাপারেলস ফোরামের দ্বিতীয় সংস্করণ। কীভাবে শ্রমিকের অধিকার নিশ্চিত করে পরিবেশবান্ধব টেকসই পদ্ধতিতে পোশাক খাতের উন্নয়ন ঘটানো যায় সেই বিষয়ে আলোচনায় অংশ নেন ২০টি দেশের পঞ্চাশের বেশি বক্তা। ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি ও ঢাকা উত্তর সিটি মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। তিনি বলেন, পোশাক শিল্পের শ্রমিকদের নিরাপত্তা, অধিকার এবং সম্মানের ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের পোশাক শিল্পের বর্তমান ট্যাগ হচ্ছে ‘মেড ইন বাংলাদেশ’। এটা বিশ্বের একটি অন্যতম ব্র্যান্ড। সবাই একযোগে কাজ না করলে আমরা এ লক্ষ্যে পৌঁছাতে পারতাম না। টেকসই উন্নয়ন পরিকল্পনা ছাড়া কোনো ব্যবসা সফল হতে পারে না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোইত প্রিফন্টেইন প্রমুখ। ফোরাম উদ্বোধনের সঙ্গে শুরু হওয়া দুই দিনের এ ডেনিম এক্সপো শেষ হবে আজ সন্ধ্যায়। ১১টি দেশের শতাধিক কোম্পানি প্রদর্শনীতে অংশ নিয়েছে। তুলে ধরা হয়েছে নানা ধরনের ডেনিম পণ্য। ডেনিম শিল্পে বাংলাদেশের প্রবৃদ্ধির অপার সম্ভাবনা প্রদর্শন করা এক্সপোর মূল উদ্দেশ্য। ডেনিম পণ্যের প্রদর্শনী, উপস্থাপনা, সেমিনার, প্যানেল আলোচনাসহ নানা আয়োজনের মাধ্যমে এ শিল্পের দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করা হয়েছে এবারের মেলায়। ডেনিম উৎপাদনের প্রক্রিয়া যাতে পরিবেশ, মানুষ এবং এমনকি পণ্যের ব্যবহারের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে জ্ঞানবিনিময় হয় ফোরাম আলোচনায়। এ ছাড়া প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে পরিবেশবান্ধব প্রযুক্তিতে উৎপাদিত ডেনিম পণ্য। বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ ও বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এ প্রদর্শনী ও ফোরামের আয়োজন করেছে। সহযোগী বিশ্বখ্যাত সুইডিশ পোশাক ব্র্যান্ড এইচঅ্যান্ডএম।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
মুখরিত ডেনিম এক্সপো
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর