পার্কিংয়ের জায়গা নয়, তবু গাড়ি পার্ক করছেন চালকরা। এসব ঠেকাতে ভিডিও ক্যামেরা হাতে নিয়ে অপেক্ষা করেন ট্রাফিক পুলিশের সদস্যরা। অবৈধ পার্কিং, উল্টো পথে চলা বা অন্য যে কোনোভাবে আইন ভাঙলেই গাড়ির মালিকের ঠিকানায় পৌঁছে যায় চিঠি। জরিমানা নিশ্চিত। হেলাফেলা করেও লাভ নেই। সেই মামলার খবর চলে যায় বিআরটিএর সার্ভারেও। জারিমানা না দিলেই ফিটনেস ছাড়পত্র বন্ধ। রাজধানীতে ট্রাফিক ব্যবস্থাপনায় এমন ঘটনা এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। রাস্তার পাশে ভিডিও ক্যামেরা নিয়ে ওতপেতে থাকছেন ট্রাফিক পুলিশের মিডিয়া টিমের সদস্যরা। কোনো গাড়ি উল্টো পথে গেলে বা সিগন্যাল না মানলে কিংবা রাস্তার পাশে যত্রতত্র পার্কিং করে রাখলে ভিডিও করে রাখা হয়। এ ভিডিও ফুটেজগুলো জমা হচ্ছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দফতরের ট্রাফিক বিভাগে। যেসব গাড়ি আইন অমান্য করছে ওই গাড়িগুলোর মালিকের তথ্য বিআরটিএ থেকে সংগ্রহ করে মালিককে ডাকা হচ্ছে ট্রাফিক পুলিশ দফতরে। এভাবেই সড়কে শৃঙ্খলা ফেরাতে জোরদার করা হয়েছে ট্রাফিক ব্যবস্থাপনায়। ট্রাফিক পুলিশের দফতরে মালিককে ভিডিও দেখিয়ে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। কেউ জরিমানা না দিতে চাইলে বিআরটিএকে জানিয়ে ফিটনেস সনদ না দেওয়ার সুপারিশ করে ট্রাফিক বিভাগ। এ ছাড়া পথে মামলা-জরিমানা তো আছেই। এর বাইরে গোপনে ভিডিও করে মালিককে ডেকে মামলা দেওয়ার পরও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বেপরোয়া চালকদের। তাই নতুন আইনকে নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। সড়কে বিশৃঙ্খলাই নয়, চালকদের বেপরোয়া আচরণ প্রায়ই কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ। পঙ্গু হয়ে যাচ্ছে অসংখ্য মানুষ। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মফিজউদ্দিন আহাম্মেদ জানান, নতুন আইন হওয়ার পর সরকারের উচ্চপর্যায় থেকে ট্রাফিক মামলা দেওয়া নিষেধ করা আছে। গতকাল থেকে এ আইন সংক্রান্ত সচেতনতা সৃষ্টিতে ট্রাফিক পক্ষ শুরু হয়েছে। আর পুরনো আইনে প্রতি মাসেই ৩০ হাজার ভিডিও মামলা হতো। এতে করে যত্রতত্র গাড়ি পার্কিং অনেকাংশই কমে যায়। জানা যায়, ২০১৩ সালে পরীক্ষামূলকভাবে ভিডিও মামলার কার্যক্রম শুরু হয়। রাজধানীর দুই বিভাগের দুটি টিম দিয়ে এ কার্যক্রম চলে। ২০১৭ সাল থেকে পুরোদমে মাঠে নামে ট্রাফিক বিভাগ। গত বছর ঢাকা শহরের মধ্যে চারটি টিম বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াত। এখন প্রত্যেক ট্রাফিক সার্জেন্ট মোবাইলে ভিডিও করে মামলা দিচ্ছেন। যেসব এলাকায় সার্জেন্টরা থাকেন না, সেসব এলাকায় কাজ করে ট্রাফিকের মিডিয়া টিমের সদস্যরা। ২০১৬ সালে ভিডিও ফুটেজ থেকে মামলা হয়েছিল ৬ হাজার ৭৪৯টি। আর ২০১৭ সালে মামলা হয় ২৪ হাজার ৩৬৯টি। গত বছর আর চলতি বছরের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ লাখ মামলা হয়েছে। গত ২০ আগস্ট পুরানা পল্টন মোড়ে অবৈধ পার্কিং অবস্থায় পাওয়া যায় একটি মাইক্রোবাস। ট্রাফিক সদস্য গাড়ির চালক বা মালিককে না পেয়ে ভিডিও রেকর্ড করেন। সেই ভিডিওর ভিত্তিতে ট্রাফিকের দক্ষিণ বিভাগ থেকে নোটিস চলে যায় মাইক্রোবাসটির মালিকের ঠিকানায়। পরে ওই মালিককে ৭০০ টাকা জরিমানা দিতে হয়। ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্র জানায়, তারা সাধারণত পাঁচ ধরনের আইন ভঙ্গে ভিডিও মামলা করে। এগুলো হলো- উল্টোপথে আসা, অবৈধ পার্কিং, গাড়ি চালানো অবস্থায় মোবাইলফোনে কথা বলা, সড়কে প্রতিবন্ধকতা তৈরি এবং সিগন্যাল অমান্য করা। তবে বেশিরভাগ ক্ষেত্রে অবৈধ পার্কিং করা মোটরযানের চালক বা মালিককে পাওয়া যায় না তখন ভিডিও মামলা করা হয়। ১ নভেম্বরের আগ পর্যন্ত গড়ে প্রতিদিন বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে রাজধানীতে মামলা হয়েছে আড়াই থেকে তিন হাজার। এসব যানবাহন থেকে প্রতিদিন জরিমানা আদায় হয়েছে ২২ থেকে ২৫ লাখ টাকা। নতুন সড়ক আইন হওয়ার পর আপডেট পোজ মেশিন এবং কাগজপত্র না থাকায় ট্রাফিক পুলিশের মামলা দেওয়ার কার্যক্রম বন্ধ রয়েছে।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
রাজধানীতে যত্রতত্র পার্কিং ঠেকাতে ভিডিও মামলা
জরিমানা না দিলে ছাড়পত্র বন্ধ
মাহবুব মমতাজী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর