মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

শেয়ারবাজারে সূচক লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

ব্যাপক ধসের পর ঘুরে দাঁড়াচ্ছে শেয়ারবাজার। সপ্তাহের দ্বিতীয় দিনে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৫২ পয়েন্ট। বেড়েছে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। সূচক বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। এদিকে শেয়ারবাজার স্থিতিশীলে গঠিত তদারকি কমিটির প্রথম বৈঠকে বাজারে তারল্য বাড়ানো ছাড়াও অনিয়ম কারসাজি ঠেকাতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

জানা গেছে, সপ্তাহের দ্বিতীয় দিনে গতকাল ডিএসইতে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়। দিন শেষে ডিএসইএক্স ৫২ বেড়ে ৪ হাজার ৪৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের  সপ্তাহে ব্যাপক ধসের কারণে সূচক ৪ হাজার পয়েন্টে নামে। এতে বিনিয়োগকারীদের নাভিশ্বাস ওঠে। এমন খারাপ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে শেয়ারবাজারের উন্নয়নে ছয়টি সিদ্ধান্ত গ্রহণ ও সেগুলো বাস্তবায়নের নির্দেশনা দেন। ওই নির্দেশনার পর চলতি সপ্তাহের শুরু থেকে বড় উত্থান হয়ে ঘুরে দাঁড়ায় শেয়ারবাজার। দুদিনে ডিএসইর সূচক বেড়েছে ২৮৪ পয়েন্ট। গতকাল লেনদেন হয়েছে ৪৯৪ কোটি ৭৯ লাখ টাকার। যা আগের দিনের চেয়ে ৮৩ কোটি ৪৩ লাখ টাকা বেশি। ডিএসইতে ৩৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৯টির দর বেড়েছে। কমেছে ১৬১টির এবং ৪৪টির দর অপরিবর্তিত ছিল। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি  লেনদেন হয়েছে গ্রামীণফোনের শেয়ার। কোম্পানিটির ২৪  কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে আসা এসএস স্টিলের ২৩ কোটি ৮৪ লাখ টাকা এবং ২৩ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে লাফার্জহোলসিম। শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে : স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, বিকন ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, খুলনা পাওয়ার, এডিএন টেলিকম ও ন্যাশনাল ব্যাংক। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৭০ পয়েন্টে। সিএসইতে হাতবদল হওয়া ২৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১০২টি এবং অপরিবর্তিত থাকে ২৮টির দর। সিএসইতে ৭৩ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে অর্থ মন্ত্রণালয়ের গঠিত শেয়ারবাজার তদারকি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রণায়ের অতিরিক্ত সচিব মাকসুরা নূরের সভাপতিত্বে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ব্যাংক, বিএসইসি, আইসিসি ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন প্রতিনিধিরা অংশ নেয়। বৈঠকে বাজারে ফান্ডের সরবরাহ বাড়ানোর জন্য পদক্ষেপ ও সুশাসন ফেরাতে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর