মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর প্রণোদনা বাস্তবায়ন যেভাবে

মানিক মুনতাসির

করোনাভাইরাস সংক্রমণের প্রভাবে দেশের সব ধরনের ব্যবসা-বাণিজ্য, শিল্পকারখানা ও দৈনন্দিন কাজকর্ম বন্ধ হয়ে গেছে। প্রতিদিন নতুন নতুন এলাকার মানুষ করোনায় সংক্রমিত হচ্ছে। মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য দেশে সাধারণ ছুটি চলছে। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে গভীর উদ্বেগ প্রকাশ করে দেশবাসীকে সচেতনতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন। এর আগে রবিবার গণভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী। মাত্র ২ শতাংশ সুদের বিনিময়ে এ অর্থ ব্যবহার করতে পারবেন গ্রহীতারা। এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে যেন কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম না হয় সে ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, এ প্যাকেজের আওতায় সবার আগে অভাবী ও দরিদ্র মানুকে গুরুত্ব দিতে হবে। বিশেষ করে এ মুহূর্তে যাদের খাবার নেই। যারা ছোট ব্যবসায়ী, দিনমজুর ও রিকশাশ্রমিক তাদের অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তারা।

সর্বশেষ খবর