শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ডেট ম্যানেজমেন্ট কোম্পানি বাস্তবায়ন করা উচিত

------- রাশেদ আল মাহমুদ তিতুমীর

ডেট ম্যানেজমেন্ট কোম্পানি বাস্তবায়ন করা উচিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, বিশেষ পরিস্থিতিতে বিশেষ সুবিধা দিয়ে খেলাপি ঋণ উত্তরণে প্রণোদনা প্যাকেজ ও সাময়িক ঋণ শ্রেণিকরণ করে পুনরুদ্ধার চেষ্টা করতে হবে।

তিনি আরও বলেন, ব্যাংকিং খাতে ঋণ প্রবাহ ও শৃঙ্খলার অভাব কভিড-পূর্ব সময়েও ছিল। এই পরিস্থিতি কীভাবে তৈরি হয়েছে এবং উত্তরণ পন্থা কমবেশি বাংলাদেশ ব্যাংকের জানা। ব্যবসায়ী কৌশলের ব্যর্থতায় কোনো কোনো গ্রাহক ঋণখেলাপি হলে তাকে সুযোগ দিয়ে তার ব্যবসায় গতি আনা দরকার। আবার যে ক্ষেত্রে গতি আনা যাবে না সে ক্ষেত্রে ব্যবসায় অবসায়নসহ অন্যান্য ব্যবস্থা নেওয়া দরকার। অধিকাংশ খেলাপি ঋণ গুটিকয়েক গ্রাহকের নামে-বেনামে গৃহীত হয়েছে বলে জানা যায়। কিন্তু স্বল্পসংখ্যক গ্রাহক হলেও তাদের কাছে খেলাপি ঋণের পরিমাণ অধিকাংশ কেন্দ্রীভূত। এদের অনেকেই রাজনৈতিকভাবে আশীর্বাদপুষ্ট বলে বলা হয়ে থাকে। সে ক্ষেত্রে রাজনৈতিক সুবিধাবাদিতায় না গিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ অত্যাবশকীয়। সরকার ঋণ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ডেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন করে পদক্ষেপ নেওয়ার ঘোষণা এত দিনেও কার্যকর না হওয়ায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। দ্রুত এই পদক্ষেপ কার্যকর করা দরকার। একই সঙ্গে আইনগত ফাঁকফোকর দিয়ে কেউ যাতে সুবিধা না নিতে পারে তার জন্য ব্যবস্থা নিতে হবে। ব্যাংকগুলো যেহেতু সাধারণ আমানতকারীদের প্রতিষ্ঠান তা রক্ষা করা কেন্দ্রীয় ব্যাংক তথা রাষ্ট্রের দায়িত্ব। তাই ব্যাংক খাত রক্ষা করতে রাষ্ট্রের সক্রিয় উদ্যোগ নিতে হবে।

সর্বশেষ খবর