রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

আমের রাজ্যে মুকুলের ম-ম

মো. রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ

আমের রাজ্যে মুকুলের ম-ম

আমের রাজ্য চাঁপাইনবাবগঞ্জে বসন্তের বার্তায় প্রতিটি আম গাছ মুকুলে মুকুলে ছেয়ে গেছে। সুগন্ধ মিশে সৃষ্টি করছে ম-ম সৌরভ। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে উঠেছে আম চাষিদের সোনালি স্বপ্ন। বাতাসে মধুমাসের আগমনী বার্তা শোনাচ্ছে এসব আমের মুকুল। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও আমের ভালো ফলনের আশা করছেন চাষি ও বাগানমালিকরা। তবে এখন পর্যন্ত বৃষ্টি না হলেও স্বাভাবিক তাপমাত্রা থাকায় মুকুল ফোটায় এবং ফলনে তেমন প্রভাব পড়বে না বলে আশা সংশ্লিষ্ট বিভাগের।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, এ বছর জেলায় আমবাগানের পরিমাণ ৩৪ হাজার ৮৪০ হেক্টর এবং গাছ ২৬ লাখ ৭৮ হাজার ১৫০টি। গত বছর আমবাগানের পরিমাণ ছিল ৩৩ হাজার ৩৫ হেক্টর। এ বছর জেলার ছোটবড় অধিকাংশ গাছই মুকুলে মুকুলে ছেয়ে গেছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৮৫ ভাগ গাছে মুকুল এসেছে। এক সপ্তাহের মধ্যে বাকি গাছগুলোয় মুকুল চলে আসবে এবং কিছু দিন পরই এসব গাছে ঝুলতে দেখা যাবে নানা জাতের সুমিষ্ট আম। ভালো ফলন পেতে এখন থেকেই বাগান পরিচর্র্যায় পুরোদমে ব্যস্ত সবাই। আর আবহাওয়া অনুকূলে থাকলে এবারও ভালো ফলনের আশা করছেন বাগানমালিক, চাষি ও ব্যবসায়ীরা। সরেজমিন জেলার বিভিন্ন বাগান ঘুরে দেখা গেছে, এ বছর জেলার কমবেশি বড়, মাঝারি, ছোট অধিকাংশ গাছেই মুকুল এসেছে। বাগানমালিক সাদিকুল ইসলাম জানান, তার ২০ বিঘার আমবাগানে ৮৫ ভাগ গাছে মুকুল এসেছে। এখন পর্যন্ত গাছের পরিচর্যা করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা তার। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম জানান, জেলার প্রধান অর্থকরী ও লাভজনক ফসল হওয়ায় দিন দিন আমবাগানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সবকিছু ঠিক থাকলে এবার আমের ফলন ভালো হবে। এখন পর্যন্ত রোগবালাই দেখা দেয়নি, সে ক্ষেত্রে উৎপাদন ব্যাহতের আশঙ্কা কম। যদি পাঁচ-ছয় দিন বৃষ্টি না হয় তাহলে মুকুলের জন্য উপকার হবে। আবহাওয়া অনুকূলে থাকলে এবারের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ২ লাখ ৫০ হাজার মেট্রিক টন। এ ছাড়া এবার পোকার আক্রমণ তেমন না থাকায় বাড়তি চাপে পড়তে হচ্ছে না আম চাষিদের। তারা যেভাবে বাগানের পরিচর্যা করছেন তা যথেষ্ট।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর