মোংলা বন্দরের পশুর চ্যানেলে ৪০০ মেট্রিক টন কয়লা বোঝাই এমভি ইফসিয়া মাহিন নামের একটি লাইটার কার্গো জাহাজ ডুবে গেছে। অতিরিক্ত পানির স্রোতে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বন্দর জেটির অন্য পাশে কাটাখালী এলাকায় লাইটার কার্গো জাহাজ ডুবে যাওয়ার এই ঘটনা ঘটে। এ সময় ওই জাহাজটিতে থাকা নয়জন স্টাফ ও একজন নিরাপত্তাকর্মী সাঁতরে কূলে উঠে যান। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি রাতে মোংলা পশুর চ্যানেলে ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে যায় এমভি বিবি-১১৪৮ নামের আরেকটি লাইটার কার্গো জাহাজ। সুন্দরবনের অদূরে কয়লা বোঝাই এই লাইটার কার্গো জাহাজডুবির ঘটনায় আবারও হুমকির মুখে পড়েছে সুন্দরবনের জীববৈচিত্র্য। ডুবে যাওয়া লাইটার কার্গো জাহাজ এমভি ইফসিয়া মাহিনের মাস্টার মো. শাহালম জানান, মোংলা বন্দরের হাঁড়িবাড়িয়ার ছয় নম্বরে থাকা একটি বিদেশি জাহাজ থেকে ২৮ মার্চ রবিবার ভোরে কয়লা বোঝাই করেন তারা। কার্গোটিতে প্রায় ৪০০ মেট্রিক টন কয়লা বোঝাই শেষে সকাল ৯টার দিকে পশুর নদীর বাণীশান্তা বাজার বয়ায় অবস্থান নেয়। সেখানে থাকাকালে গতকাল দুপুরের দিকে প্রচ- পানির স্রোতে বয়া থেকে কার্গো জাহাজ বাঁধা রশি ছিঁড়ে যায়। এ সময় এমভি ইফসিয়া মাহিনসহ প্রায় ১০টি জাহাজ ওই বয়া থেকে ছুটে যায়। পরে জাহাজগুলো দুর্ঘটনা এড়াতে যে যার মতো নিরাপদে সরতে থাকে। এ সময় ওই সব কার্গোর মধ্যে একটির সঙ্গে ধাক্কা লাগে ইফসিয়া মাহিনের। এতে ইফসিয়া মাহিনের বাম পাশের হ্যাচ ফেটে যায়। তারপরও জাহাজটি বাঁচাতে মাস্টার শাহালম প্রাণপণ চেষ্টা করেন। জাহাজটি ভাসতে ভাসতে বাণীশান্তা থেকে কাটাখালী গেলে সেখানে ফাটা জায়গা থেকে পানি উঠতে উঠতে এক পর্যায়ে ডুবে যায়। তবে জাহাজের স্টাফ ও এক নিরাপত্তা কর্মী সাঁতরে নদীর কূলে উঠে যান। ডুবন্ত জাহাজটি পশুর চ্যানেলের বাইরের চরের দিকে ডোবায় মূল চ্যানেল নিরাপদ রয়েছে বলে জানিয়েছে বন্দরের হারবার বিভাগ। ডুবে যাওয়া জাহাজটির কয়লা নিয়ে যশোরের নওয়াপাড়ায় যাওয়ার কথা ছিল। জাহাজটির ধারণক্ষমতা ছিল ৫০০ মেট্রিক টন। বোঝাই করা হয়েছিল ৪০০ মেট্রিক টন। মোংলা বন্দর চ্যানেলে ও সুন্দরবনের পশুর নদীতে একের পর এক লাইটার কার্গো জাহাজডুবিতে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) মোংলা উপজেলা সভাপতি মো. নূর আলম শেখ বলেন, বর্তমানে সুন্দরবনের মাছ ও শিলা কাঁকড়ার প্রজনন মৌসুম। এই ভরা প্রজনন মৌসুমে ৪০০ মেট্রিক টন কয়লা বোঝাই এমভি ইফসিয়া মাহিন নামের লাইটার কার্গো জাহাজ ডুবির ঘটনায় মাছ ও শিলা কাঁকড়ার প্রজনন ব্যাহত হবে। একই সঙ্গে সুন্দরবনের জীববৈচিত্র্য আবারও হুমকির মুখে পড়েছে। ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড এই ম্যানগ্রোভ বনকে বাঁচাতে সুন্দরবন ও পশুর চ্যানেল দিয়ে মেয়াদোত্তীর্ণ সব লাইটার কার্গো জাহাজ চলাচল বন্ধের দাবি জানান এই পরিবেশবাদী নেতা।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
মোংলা বন্দর চ্যানেলে কয়লা বোঝাই লাইটার জাহাজডুবি
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর