শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ব্যাংক লেনদেনে ঢিলে ভাব, ইএফটি বন্ধে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক

কঠোর নিষেধাজ্ঞা ঘোষণার দিন ব্যাপক ভিড় লক্ষ্য করা গেলেও গতকাল ছিল উল্টো চিত্র। রাজধানীর ব্যাংক শাখাগুলোতে গ্রাহকদের উপস্থিতি ছিল তুলনামূলক কম।          বেশিরভাগ কাউন্টার ফাঁকা। ব্যাংক কর্মকর্তাদের সংখ্যাও  ছিল কম। করোনাভাইরাস সংক্রমণের অতি বিস্তার  ঠেকাতে কঠোর লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায়  লেনদেনের চাপ ছিল একেবারেই কম। এদিকে বাংলাদেশ ব্যাংকের কারিগরি ত্রুটির কারণে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) বন্ধ থাকায় ভোগান্তির শিকার হয়েছে ব্যাংকগুলো।

ঘোষণা অনুযায়ী ব্যাংকে লেনদেন হয়েছে সকাল ১০টা  থেকে দুপুর ১টা পর্যন্ত। লকডাউনের মধ্যে সতর্কতার অংশ হিসেবে সীমিত জনবল দিয়ে নির্দিষ্ট শাখা চালু ছিল।  বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কয়েকটি এলাকার সরকারি ও বেসরকারি কয়েকটি ব্যাংকের শাখা ঘুরে দেখা  গেছে, গ্রাহক উপস্থিতি ছিল খুবই কম। লেনদেনও হয়েছে সামান্য। কর্মকর্তারা বলছেন, অন্যান্য সময় জোর করেও গ্রাহকদের স্বাস্থ্য বিধি মেনে চলতে বাধ্য করা যায়নি। এখন চিত্র ভিন্ন। গ্রাহকরা কম আসায় সবাই স্বাস্থ্যবিধি মেনেই কাজ পরিচালন করতে পারছেন। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকে আইটি ত্রুটির কারণে ইএফটির মাধ্যমে টাকা লেনদেন বন্ধ ছিল। ব্যাংকিং খাতের আন্তব্যাংক চেক লেনদেন করতে পারেনি প্রতিষ্ঠানগুলো। এতে ভোগান্তির শিকার হতে হয়েছে গ্রাহক ও ব্যাংকের সংশ্লিষ্টদের। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকের দুটি ডেটা সেন্টারের মধ্যে সংযোগকারী ফাইবার অপটিক্যাল কেবল বিচ্ছিন্ন হওয়ায় সার্ভার ডাউন হয়েছিল। এ কারণে দিনের লেনদেনে কিছুটা  ভোগান্তি হয়েছে। তবে দিনশেষে এটা ঠিক হয়ে যায়।

সর্বশেষ খবর