গত ৯০ বছর ধরে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা খুব মন্থরগতিতে বাড়ছে। এর মধ্যে গত এক দশকে (২০১০-২০২০) তা আরও মন্থর হয়েছে। সোমবার ইউএস সেনসাস ব্যুরো এ তথ্য জানায়। ১০ বছর পরপর যুক্তরাষ্ট্রের আদমশুমারি হয়। এটি হচ্ছে গত বছর সম্পন্ন রিপোর্টের অংশ। এ রিপোর্ট অনুযায়ী গত বছরের ১ এপ্রিল (ইউএস সেনসাস ডে) যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ছিল ৩৩১.৫ মিলিয়ন তথা ৩৩ কোটি ১৫ লাখ। ১০ বছর আগের তুলনায় তা মাত্র ৭.৪% বেশি। আর এটি হচ্ছে ১৭৯০ সালে আদমশুমারি শুরুর পর কোনো দশকে দ্বিতীয় সর্বনিম্ন বৃদ্ধির ঘটনা। ১৯৩০ সালে তা ছিল ৭.৩%। মহামন্দার সময়ও জনসংখ্যা বৃদ্ধির হার এতটা ঝিমিয়ে পড়েনি। গত এক দশকে জনসংখ্যা বৃদ্ধি স্থবিরতায় আক্রান্ত হওয়ার অন্যতম প্রধান কারণ শ্বেতাঙ্গ সম্প্রদায়ের অধিকাংশই বার্ধক্যে পতিত হওয়ায় সন্তান ধারণের সক্ষমতা হারিয়েছেন। অন্যটি হচ্ছে অভিবাসনের কার্যক্রমে কঠোরতা আরোপ। জনসংখ্যার হেরফের ঘটায় বেশ কটি স্টেটে কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে পরিবর্তন ঘটেছে। রিপাবলিকান স্টেটসমূহে বেড়েছে। অন্যদিকে ডেমোক্র্যাট স্টেটসমূহ আসন খুইয়েছে। মাত্র ৮৯ জনের কারণে নিউইয়র্ক স্টেট একটি আসন হারিয়েছে। গত ৮০ বছরের মধ্যে এই প্রথম নিউইয়র্ক প্রতিনিধি পরিষদে একটি আসন হারাল। এখন নিউইয়র্কে ২৬ আসন থাকল। প্রতিনিধি পরিষদের মোট ৪৩৫ আসন এভাবেই ভাগাভাগি হয় ১০ বছর অন্তর আদমশুমারির পর। ইউএস সেনসাস ব্যুরোর টেকনিক্যাল এক্সপার্ট ক্রিস্টিন কসল্যাপ এ প্রসঙ্গে বলেন, নিউইয়র্ক স্টেটে যদি আগের চেয়ে ৮৯ জন মানুষ বেশি হতো তাহলে আসনসংখ্যা ১ বেড়ে ২৮ হতো। করোনা মহামারীর কারণে অনেক মানুষ আদমশুমারিতে অংশ না নেওয়ায় এহেন অবস্থা বলে অনেকে মনে করছেন। অন্যদিকে, টেক্সাসে বেড়েছে ২টি আসন। ফ্লোরিডায় ১টি, তবে আরিজোনায় হেরফের হয়নি। ক্যালিফোর্নিয়াও হারিয়েছে ১টি আসন।
শিরোনাম
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’