রবিবার, ২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
ফায়ার সার্ভিস

আজীবন রেশনের আওতায় আসছেন কর্মীরা

উবায়দুল্লাহ বাদল

সেনা, নৌ ও বিমান বাহিনী এবং বাংলাদেশ পুলিশের ন্যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সদস্যদের আজীবন রেশনের আওতায় আনা হচ্ছে। এ প্রতিষ্ঠানের কর্মীদের আজীবন রেশন সুবিধা দিতে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের (কর্মকর্তা-কর্মচারীদের রেশন প্রদান) নীতিমালা’ সংশোধন করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অনুমোদন সাপেক্ষে শিগগিরই আজীবন রেশন সুবিধার আওতায় আসবেন প্রতিষ্ঠানটির ১৪ হাজার কর্মী। বর্তমানে তারা চাকরিকালীন রেশন সুবিধা পাচ্ছেন। অধিদফতরের কর্মীদের আজীবন রেশন সুবিধায় আনা হলে সরকারের বছরে কমবেশি ৩৬ লাখ টাকা অতিরিক্ত ব্যয় হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন গত ২১ ডিসেম্বর নিজ দফতরে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘সরকারি ইউনিফরমের অধিকারী বিভিন্ন বাহিনীর সদস্যরা রেশন সুবিধা পেয়ে থাকেন। বিশেষ করে সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা আজীবন এ সুবিধা পান। এ সুবিধা আমাদের ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরাও পেতে পারেন। এরই মধ্যে এ সংক্রান্ত একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে পাঠানো হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির বিদ্যমান রেশন নীতিমালাও সংশোধন করে তা অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এরই মধ্যে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন। আমরা আশা করছি, খুব শিগগিরই ফায়ারের কর্মীরা আজীবন রেশনের আওতায় আসবেন।’ এর আগে গত ৪ নভেম্বর রাজধানীর মিরপুরে অগ্নি গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ এর উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছিলেন, ‘বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আধুনিকায়নের প্রয়োজনীয়তা রয়েছে। এর অংশ হিসেবে ফায়ার সার্ভিসের সদস্যদের আজীবন রেশনের আওতায় আনার কাজ চলছে।’ ফায়ার সার্ভিস সূত্র জানায়, গত এপ্রিলে ফায়ারের কর্মীদের আজীবন রেশন সুবিধা দিতে বিদ্যমান ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের (কর্মকর্তা-কর্মচারীদের রেশন প্রদান) নীতিমালা’ সংশোধন প্রস্তাব সুরক্ষা সেবা বিভাগে পাঠানো হয়। এতে বলা হয়, বর্তমানে ফায়ারে চাকরিরতরা অবসরে যাওয়ার আগ পর্যন্ত প্রতি মাসে এক সদস্যের পরিবার ১১ কেজি চাল, ১২ কেজি আটা, পৌনে দুই কেজি চিনি, আড়াই লিটার তেল ও সাড়ে তিন কেজি ডাল পাবেন। দুই সদস্যের পরিবার ২০ কেজি চাল, ২০ কেজি আটা, তিন কেজি চিনি, সাড়ে চার লিটার তেল ও সাড়ে পাঁচ কেজি ডাল পাবেন। একইভাবে তিন সদস্যের পরিবার প্রতি মাসে ৩০ কেজি চাল, ২৫ কেজি আটা, চার কেজি চিনি, ছয় লিটার তেল ও সাত কেজি ডাল পাবেন। এ ছাড়া ৪ সদস্যের পরিবার প্রতি মাসে ৩৫ কেজি চাল, ৩০ কেজি আটা, ৫ কেজি চিনি, আট লিটার তেল ও আট কেজি ডাল পাবেন। তবে কোনো পরিবারের রেশনপ্রাপ্ত সদস্য সংখ্যা চারজনের বেশি হবে না এবং চাকরি থেকে অবসরে গেলে সর্বোচ্চ দুই সদস্যের হার অনুযায়ী রেশন পাবেন। প্রস্তাবে ২০১৯-২০২০ অর্থবছরে ১০৭ জন কর্মকর্তা-কর্মচারী চাকরি থেকে অবসরে গেছেন। দুই সদস্য পরিবারের মাসিক স্কেল ধরে এক পরিসংখ্যানে বলা হয়েছে- আজীবন রেশন সুবিধা দিলে এই ১০৭ জনের জন্য বছরে প্রায় ৩৬ লাখ টাকা অতিরিক্ত খরচ করতে হবে সরকারকে। নাম প্রকাশে অনিচ্ছুক সুরক্ষা সেবা বিভাগের একজন কর্মকর্তা জানান, ফায়ার কর্মীদের আজীবন রেশনের বিষয়টি এখনো মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। সংশ্লিষ্টরা প্রস্তাবটি যাচাই-বাছাই করছেন। শিগগিরই এ বিষয়ে ঘোষণা আসতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর যে কোনো দুর্যোগ-দুর্ঘটনায় প্রথম সাড়াদানকারী সেবাধর্মী প্রতিষ্ঠান। গতি, সেবা ও ত্যাগের মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে এ বিভাগের কর্মীরা দিন-রাত ২৪ ঘণ্টা মানুষের সেবায় নিয়োজিত।

 

সর্বশেষ খবর