রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

তিন বিষয়ে নজর দিতে হবে

ডা. এম এ আজিজ

নিজস্ব প্রতিবেদক

তিন বিষয়ে নজর দিতে হবে

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ বলেছেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে তিনটি বিষয়ে নজর দিতে হবে। সবাই যেন মাস্ক ব্যবহার করে সে বিষয় নিশ্চিত করতে হবে, টিকার আওতায় ৮০ শতাংশ জনগোষ্ঠীকে নিয়ে আসতে হবে এবং রোগী বাড়লে গত দুই বছরের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে চিকিৎসকদের। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে আরও বলেন, দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়ার পরে পৃথিবীর অধিকাংশ দেশে ছড়িয়ে পড়েছে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট। দেশে এ ভ্যারিয়েন্টের রোগী শনাক্ত হওয়ার পর সংক্রমণ নিয়ন্ত্রণে জোরদার ব্যবস্থা নেওয়া হয়েছে। আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে দেওয়া হয়েছে বিধিনিষেধ। এর মধ্যে হু হু করে বাড়তে শুরু করেছে রোগী। হাসপাতালের কভিড ইউনিট সচল করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্যবিভাগ। সরকারের পাশাপাশি জনগণকেও দায়িত্ব নিতে হবে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে। সংক্রমণের লাগাম টানতে চাইলে অবশ্যই মাস্ক পরতে হবে। ১২ বছরের বেশি বয়সী নাগরিক যারা এখনো টিকা নেননি তারা অবশ্যই টিকা নেবেন। সবাই টিকা নিলে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যাবে। টিকা নেওয়ার পরও যদি কেউ আক্রান্ত হয় তার জটিলতা কম হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর