বিশ্বশান্তি সূচকে (জিপিআই) ছয় ধাপ এগিয়ে বিশ্বে ৯৬তম স্থানে আছে বাংলাদেশ। গতকাল সিডনিভিত্তিক ‘ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস’ এ সূচক প্রকাশ করে। মোট ১৬৩টি স্বাধীন দেশের শান্তি পরিস্থিতি বিবেচনা করে তাদের ক্রমানুযায়ী সাজানো হয়। ২০২২ সালের সূচকে ১ থেকে ৫ স্কেলে বাংলাদেশের স্কোর ২.০৬৭। গত বছর বাংলাদেশের স্কোর ছিল ২.০৭৭। স্কোর যত কম হবে, সংশ্লিষ্ট দেশটি তত শান্তিপূর্ণ বলে বিবেচিত। জিপিআইয়ের প্রতিবেদনে বলা হয়, কভিড-পরবর্তী অর্থনৈতিক অনিশ্চয়তা ও ইউক্রেন যুদ্ধ বিশ্বশান্তি পরিস্থিতি ১৫ বছরে সর্বনিম্ন অবস্থানে এনেছে। বিশ্বজুড়ে সামরিকীকরণ কম হলেও সংঘাত বাড়ছে এবং কমছে নিরাপত্তা। সূচক তৈরিতে অত্যন্ত বিশ্বস্ত সূত্র থেকে ২৩ পরিমাণবাচক ও গুণবাচক নির্দেশক সংগ্রহ করা হয়। সেগুলোকে চলমান সংঘাত, নিরাপত্তা, সামরিকীকরণ- এ তিন মানদে বিচার করে তালিকা প্রকাশ করা হয়েছে। সূচকে বাংলাদেশের অবস্থান এগোলেও দক্ষিণ এশিয়া পিছিয়েছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান চতুর্থ। এ অঞ্চলে সবচেয়ে এগিয়ে আছে ভুটান। সূচকে দেশটির অবস্থান ১৯তম। এ ছাড়া নেপাল ৭৩, শ্রীলঙ্কা ৯০, ভারত ১৩৫, পাকিস্তান ১৪৭ ও আফগানিস্তান ১৬৩তম অবস্থানে আছে। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোই গত এক বছরে সবচেয়ে বেশি উন্নতি করেছে। তবে সার্বিকভাবে এটি এখনো বিশ্বের দ্বিতীয় সর্বনিম্ন শান্তিপূর্ণ অঞ্চল। শান্তি সূচকে এবারও শীর্ষে আছে আইসল্যান্ড। ২০০৮ সাল থেকেই শীর্ষস্থান দেশটির দখলে। এর পরই নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, ডেনমার্ক ও অস্ট্রিয়ার অবস্থান। টানা পঞ্চমবারের মতো সর্বনিম্ন অবস্থানে আছে আফগানিস্তান। এর ওপরে আছে ইয়েমেন, সিরিয়া, রাশিয়া ও দক্ষিণ সুদান।
শিরোনাম
- ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন প্রধান উপদেষ্টার
- চাকসু নির্বাচন ঘিরে উৎসবমুখর চবি, দ্বিতীয় দিনে মনোনয়ন নিলেন ১৪১ প্রার্থী
- দশ বছর ধরে ছাদে পাখিদের আপ্যায়ন
- ‘ওজোনস্তর রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য’
- মানিকগঞ্জে এবার ৫৫৩ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
- চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্য উপদেষ্টা
- উজানে বৃষ্টিপাত, সিলেটে বাড়ছে নদীর পানি
- চাঁদপুরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
- প্যারিসে জমকালো আয়োজনে শুরু টেক্সটাইল সোর্সিং মেলা ২০২৫
- খুলনায় চুরি হওয়া নবজাতক ৬ ঘণ্টা পর উদ্ধার
- কুমিল্লায় চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, ৮ শ্রমিক কারাগারে
- পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: চসিক মেয়র
- নারায়ণগঞ্জে ৬ কারখানার বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- ইসরায়েল আর কোনো হামলা চালাবে না কাতারে : ট্রাম্প
- এনবিআরে ১৮২ জনের দপ্তর বদল, বাধ্যতামূলক অবসর ও বরখাস্ত ২
- কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানাল বাংলাদেশ
- ফের ভেনেজুয়েলার কথিত ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
শান্তি সূচকে ছয় ধাপ এগোল বাংলাদেশ
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর