বিশ্বশান্তি সূচকে (জিপিআই) ছয় ধাপ এগিয়ে বিশ্বে ৯৬তম স্থানে আছে বাংলাদেশ। গতকাল সিডনিভিত্তিক ‘ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস’ এ সূচক প্রকাশ করে। মোট ১৬৩টি স্বাধীন দেশের শান্তি পরিস্থিতি বিবেচনা করে তাদের ক্রমানুযায়ী সাজানো হয়। ২০২২ সালের সূচকে ১ থেকে ৫ স্কেলে বাংলাদেশের স্কোর ২.০৬৭। গত বছর বাংলাদেশের স্কোর ছিল ২.০৭৭। স্কোর যত কম হবে, সংশ্লিষ্ট দেশটি তত শান্তিপূর্ণ বলে বিবেচিত। জিপিআইয়ের প্রতিবেদনে বলা হয়, কভিড-পরবর্তী অর্থনৈতিক অনিশ্চয়তা ও ইউক্রেন যুদ্ধ বিশ্বশান্তি পরিস্থিতি ১৫ বছরে সর্বনিম্ন অবস্থানে এনেছে। বিশ্বজুড়ে সামরিকীকরণ কম হলেও সংঘাত বাড়ছে এবং কমছে নিরাপত্তা। সূচক তৈরিতে অত্যন্ত বিশ্বস্ত সূত্র থেকে ২৩ পরিমাণবাচক ও গুণবাচক নির্দেশক সংগ্রহ করা হয়। সেগুলোকে চলমান সংঘাত, নিরাপত্তা, সামরিকীকরণ- এ তিন মানদে বিচার করে তালিকা প্রকাশ করা হয়েছে। সূচকে বাংলাদেশের অবস্থান এগোলেও দক্ষিণ এশিয়া পিছিয়েছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান চতুর্থ। এ অঞ্চলে সবচেয়ে এগিয়ে আছে ভুটান। সূচকে দেশটির অবস্থান ১৯তম। এ ছাড়া নেপাল ৭৩, শ্রীলঙ্কা ৯০, ভারত ১৩৫, পাকিস্তান ১৪৭ ও আফগানিস্তান ১৬৩তম অবস্থানে আছে। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোই গত এক বছরে সবচেয়ে বেশি উন্নতি করেছে। তবে সার্বিকভাবে এটি এখনো বিশ্বের দ্বিতীয় সর্বনিম্ন শান্তিপূর্ণ অঞ্চল। শান্তি সূচকে এবারও শীর্ষে আছে আইসল্যান্ড। ২০০৮ সাল থেকেই শীর্ষস্থান দেশটির দখলে। এর পরই নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, ডেনমার্ক ও অস্ট্রিয়ার অবস্থান। টানা পঞ্চমবারের মতো সর্বনিম্ন অবস্থানে আছে আফগানিস্তান। এর ওপরে আছে ইয়েমেন, সিরিয়া, রাশিয়া ও দক্ষিণ সুদান।
শিরোনাম
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
শান্তি সূচকে ছয় ধাপ এগোল বাংলাদেশ
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর