বিশ্বশান্তি সূচকে (জিপিআই) ছয় ধাপ এগিয়ে বিশ্বে ৯৬তম স্থানে আছে বাংলাদেশ। গতকাল সিডনিভিত্তিক ‘ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস’ এ সূচক প্রকাশ করে। মোট ১৬৩টি স্বাধীন দেশের শান্তি পরিস্থিতি বিবেচনা করে তাদের ক্রমানুযায়ী সাজানো হয়। ২০২২ সালের সূচকে ১ থেকে ৫ স্কেলে বাংলাদেশের স্কোর ২.০৬৭। গত বছর বাংলাদেশের স্কোর ছিল ২.০৭৭। স্কোর যত কম হবে, সংশ্লিষ্ট দেশটি তত শান্তিপূর্ণ বলে বিবেচিত। জিপিআইয়ের প্রতিবেদনে বলা হয়, কভিড-পরবর্তী অর্থনৈতিক অনিশ্চয়তা ও ইউক্রেন যুদ্ধ বিশ্বশান্তি পরিস্থিতি ১৫ বছরে সর্বনিম্ন অবস্থানে এনেছে। বিশ্বজুড়ে সামরিকীকরণ কম হলেও সংঘাত বাড়ছে এবং কমছে নিরাপত্তা। সূচক তৈরিতে অত্যন্ত বিশ্বস্ত সূত্র থেকে ২৩ পরিমাণবাচক ও গুণবাচক নির্দেশক সংগ্রহ করা হয়। সেগুলোকে চলমান সংঘাত, নিরাপত্তা, সামরিকীকরণ- এ তিন মানদে বিচার করে তালিকা প্রকাশ করা হয়েছে। সূচকে বাংলাদেশের অবস্থান এগোলেও দক্ষিণ এশিয়া পিছিয়েছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান চতুর্থ। এ অঞ্চলে সবচেয়ে এগিয়ে আছে ভুটান। সূচকে দেশটির অবস্থান ১৯তম। এ ছাড়া নেপাল ৭৩, শ্রীলঙ্কা ৯০, ভারত ১৩৫, পাকিস্তান ১৪৭ ও আফগানিস্তান ১৬৩তম অবস্থানে আছে। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোই গত এক বছরে সবচেয়ে বেশি উন্নতি করেছে। তবে সার্বিকভাবে এটি এখনো বিশ্বের দ্বিতীয় সর্বনিম্ন শান্তিপূর্ণ অঞ্চল। শান্তি সূচকে এবারও শীর্ষে আছে আইসল্যান্ড। ২০০৮ সাল থেকেই শীর্ষস্থান দেশটির দখলে। এর পরই নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, ডেনমার্ক ও অস্ট্রিয়ার অবস্থান। টানা পঞ্চমবারের মতো সর্বনিম্ন অবস্থানে আছে আফগানিস্তান। এর ওপরে আছে ইয়েমেন, সিরিয়া, রাশিয়া ও দক্ষিণ সুদান।
শিরোনাম
- লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭
- তদন্তের জালে তুর্কি ফুটবল, দুই লিগ স্থগিত
- রেলপথ ও স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শান্তি সূচকে ছয় ধাপ এগোল বাংলাদেশ
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর