শিরোনাম
মঙ্গলবার, ২১ জুন, ২০২২ ০০:০০ টা

বাড়ছে করোনা কমছে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের হার। সংক্রমণ ৮০০ ছাড়িয়েছে এরই মধ্যে। সংক্রমণ হার ১০ শতাংশ পার হয়েছে। ২০ দিন পর আবারও করোনায় একজনের প্রাণহানি ঘটেছে। সংক্রমণ বাড়লেও স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। সতর্কতা কমে আসায় ঊর্ধ্বমুখী সংক্রমণের হার।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জানা যায়, করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। গতকাল সংক্রমিত হয়েছেন ৮৭৩ জন। এর ফলে ১১০ দিন পর এই প্রথম করোনা সংক্রমণ এক দিনে ৮০০ ছাড়াল। এর আগে ২৮ ফেব্রুয়ারি ৮৯৭ জন সংক্রমিত হয়েছিলেন। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হারও বেড়ে হয়েছে ১০ দশমিক ৮৭ শতাংশ। গতকাল ৮ হাজার ২৮টি নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ৮৭৩টি। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ১৯ লাখ ৫৭ হাজার ২০০ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হলো।  ইমেরিটাস অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আবদুল্লাহ বলেছেন, ‘করোনা সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। প্রতিবেশী দেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সংক্রমণ ঊর্ধ্বমুখী। সতর্ক থাকতে হবে এবং সচেতন হতে হবে। যারা এখনো টিকা নেননি তারা অবশ্যই টিকা নেবেন। দুই ডোজ টিকা নিয়ে থাকলে বুস্টার নেবেন।’ তিনি আরো বলেন, ‘২০১৯ সালের ডিসেম্বর থেকে বিশ্বজুড়ে তাণ্ডব ছড়াচ্ছে করোনা। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত তিন দফা করোনার ঢেউ সামলেছে দেশ। করোনা সংক্রমণ প্রতিরোধে আমাদের অভিজ্ঞতা রয়েছে। তাই সবাইকে মাস্ক পরতে হবে। বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে। করোনাকে অবহেলা করার সুযোগ নেই। স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ ও মৃত্যুঝুঁকি বেড়ে যাবে।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর