বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

পুনঃতফসিলের বিশেষ সুবিধার আওতায় কৃষি ও ক্ষুদ্র ঋণ

নিজস্ব প্রতিবেদক

স্বল্পমেয়াদি কৃষিঋণ এবং কুটির শিল্প ও ক্ষুদ্রঋণ পুনঃতফসিলিকরণের বিশেষ সুবিধার আওতায় এলো। চলতি বছরের জুলাই মাসের ভিন্ন একটি মাস্টার সার্কুলার স্পষ্টীকরণের মাধ্যমে এ সুবিধা দেওয়া হলো। গতকাল বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করে দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে। সার্কুলারে বলা হয়েছে, ‘স্বল্পমেয়াদি কৃষিঋণ এবং কুটির ও মাইক্রো উদ্যোগের বিতরণ ঋণ পুনঃতফসিলিকরণের ক্ষেত্রে সর্বোচ্চ মেয়াদ হবে প্রথমবার তিন বছর এবং দ্বিতীয় ও তৎপরবর্তী প্রতিবার দুই বছর ছয় মাস।’ সার্কুলারে আরও বলা হয়, চলতি বছরের ১৮ জুলাই জারি করা সার্কুলারের নির্দেশনার অধিকতর স্পষ্টীকরণ এবং এর যথাযথ বাস্তবায়ন নিশ্চিতকরণের লক্ষ্যে সার্কুলারের ওই অনুচ্ছেদটি প্রতিস্থাপন করা হলো।

এই সার্কুলারের ফলে করোনা মহামারি ও বৈশ্বিক যুদ্ধ অবস্থায় দেশের ক্ষতিগ্রস্ত স্বল্পমেয়াদি কৃষি, কুটির শিল্প ও মাইক্রো ক্রেডিটও ঋণ পুনঃতফসিলিকরণের বিশেষ সুবিধা পাবে। চলতি বছরের ১৮ জুলাই জারি করা বিআরপিডির মাস্টার সার্কুলারে এ সুযোগ ছিল না। গত ১৮ জুলাইয়ের ১৬ নম্বর সার্কুলারে উল্লেখ রয়েছে, ‘কৃষি ও ক্ষুদ্র্রঋণ প্রথমবার পুনঃতফসিলের ক্ষেত্রে মেয়াদ হবে সর্বোচ্চ তিন বছর এবং দ্বিতীয় এবং ও তৎপরবর্তী প্রতিবার পুনঃতফসিলের ক্ষেত্রে সর্বোচ্চ মেয়াদ হবে দুই বছর ছয় মাস। ‘করোনা মহামারি ও বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষি ও ক্ষুদ্রঋণ তফসিলি ঋণের বিশেষ সুবিধা দিলেও বাইরে ছিল স্বল্পমেয়াদি কৃষিঋণ ও মাইক্রো ক্রেডিট ঋণ। এই সার্কুলারের ফলে স্বল্পমেয়াদি কৃষিঋণ এবং কুটির ও মাইক্রো উদ্যোগও সুবিধার আওতায় এলো।

সর্বশেষ খবর