বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

কত শিক্ষার্থীর ফল পরিবর্তন জানে না অধিদফতর

রাতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার সংশোধিত ফলাফল

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করতে গিয়ে জগাখিচুড়ি পরিস্থিতির সৃষ্টি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতর। গত ২৮ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে বৃত্তির ফল প্রকাশ করেন গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এরপর বিকালেই ঘোষণা আসে প্রকাশিত ফল স্থগিতের। গতকাল রাত সাড়ে ১০টায় সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে। এ সময় ফল প্রকাশের ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতর। আর সংশোধিত এই ফলে অনেক শিশু শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। যদিও কতজনের ফল পরিবর্তন হয়েছে সে ব্যাপারে কোনো তথ্যই দিতে পারেনি অধিদফতর। তবে অনেক শিক্ষার্থী ও অভিভাবক ফল পরিবর্তনের তথ্য প্রতিবেদককে জানিয়েছেন। রংপুরের তারাগঞ্জ উপজেলার বালাবাড়ি মডেল স্কুল থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিল সামিউল হাসান আরাফাত। গত রাতে আরাফাতের অভিভাবক বাংলাদেশ প্রতিদিনকে জানান, ২৮ ফেব্রুয়ারির প্রকাশিত ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি পেলেও সামিউল হাসান আরাফাত সংশোধিত ফলাফলে কোনো ক্যাটাগরিতে বৃত্তি পায়নি। ফল পরিবর্তনের কারণে মনঃক্ষুণ্ন সারা দেশে এমন অনেক শিশু শিক্ষার্থী। প্রাথমিক শিক্ষা অধিদফতরের সিনিয়র সিস্টেম এনালিস্ট অনুজ কুমার রায় গত রাতে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সংশোধিত ফলে কতজনের ফল পরিবর্তন হলো তা এখনো হিসাব করা হয়নি!

রাত ১১টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগে (মঙ্গলবার) প্রকাশিত ফলাফলে যে অসংগতি ছিল নতুন ফলাফলে তা সংশোধন করা হয়েছে। এই ত্রুটির জন্য মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করছে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের কাছে। এতে জানানো হয়, ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট ৮২ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ কোটায় ৪৯ হাজার ৩৮৩ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা অষ্টম শ্রেণি পর্যন্ত বৃত্তি পাবে।

সর্বশেষ খবর