মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা
বাজেট ভাবনা

নন কটন গার্মেন্টস রপ্তানিতে প্রণোদনা দেওয়া হোক

ফারুক হাসান

নিজস্ব প্রতিবেদক

নন কটন গার্মেন্টস রপ্তানিতে প্রণোদনা দেওয়া হোক

তৈরি পোশাক রপ্তানি আয় বাড়ানোর মাধ্যমে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে নন কটন গার্মেন্টস পণ্য রপ্তানিতে আগামী (২০২৩-২৪) অর্থবছরের বাজেটে ১০ শতাংশ প্রণোদনা চান তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিজিএমইএর সভাপতি বলেন, রপ্তানি না বাড়ালে দেশের বৈদেশিক মুদ্রার ওপর চাপ বাড়বে। রিজার্ভ কমে যাবে। তাই নন কটন গার্মেন্টস পণ্য রপ্তানি বাড়াতে ১০ শতাংশ প্রণোদনা দেওয়া হোক। প্রণোদনা দেওয়া হলে নন কটন গার্মেন্টস পণ্য রপ্তানি বাড়াতে আরও বেশি মনোযোগী হবেন এ খাতের উদ্যোক্তারা। ফারুক হাসান বলেন, ২০২১-২২ অর্থবছরে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের জন্য উৎসে কর ছিল দশমিক ৫ শতাংশ। সেটি চলতি ২০২২-২৩ অর্থবছর করা হয়েছে ১ শতাংশ। আমরা চাই আগামী অর্থবছরে বাজেটে উৎসে কর আগে যেটা ছিল, অর্থাৎ দশমিক ৫ শতাংশ, সেটিতে নামিয়ে আনা হোক। কারণ এ বছর ব্যবসায় সবার জন্যই সমস্যা হচ্ছে। তিনি বলেন, আমাদের যে প্রণোদনা দেয় সরকার এর ওপর ১০ শতাংশ কর কর্তন করা হয়। এই করটাও যেন আগামী অর্থবছর থেকে না কাটা হয়। আশা করি সরকার বিষয়টি বিবেচনা করবে। বিজিএমইএর সভাপতি বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম আরও সহজ করতে হবে। সহজীকরণ না হলে আমরা ক্রেতা হারাব। কারণ আমরা যে ব্যবসাটা করি সেটা হলো ফ্যাশন বেইজড, টাইম বেইজড। এক দিন দেরি হলে সমস্যায় পড়তে হয়ে। দুই দিন দেরি হলে অর্ডার বাতিল হয়ে যায়। সে জন্য আমাদের আমদানি-রপ্তানি বাণিজ্য সহজীকরণ করতে হবে। আমদানি করা মাল যেন দ্রুত খালাস করাতে পারি, আবার রপ্তানির সময় যেন দ্রুত পণ্য পাঠাতে পারি। নিয়মকানুন যেন আরও সহজীকরণ করা হয়। এ জন্য ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে জাতীয় রাজস্ব বোর্ডকে উদ্যোগী হওয়ার অনুরোধ করেন তিনি। ফারুক হাসান বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম যত সহজ হবে তত আমরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় এগিয়ে থাকব। অনেক সময় আমরা কম দামে পণ্য দিয়েও রপ্তানি করতে পারি না। রপ্তানিতে দেরি হওয়ার কারণে অনেক কম দামে পণ্য দেওয়া হলেও অর্ডার পাই না। ক্রেতারা বলেন, আমি অন্য জায়গা থেকে বেশি দামে নেব তবু বাংলাদেশ থেকে নেব না। এ সমস্যাগুলো হচ্ছে।

সর্বশেষ খবর